ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাবিনা চমক চলছেই, দল সেমিতে

প্রকাশিত: ০৬:১৮, ৫ এপ্রিল ২০১৫

সাবিনা চমক চলছেই, দল সেমিতে

স্পোর্টস রিপোর্টার ॥ হালি হালি গোল করা যেন অভ্যাসে পরিণত করে ফেলেছেন সাবিনা খাতুন। তাঁর গোলবন্যা অব্যাহত আছে ‘মালদ্বীপস উইমেন্স ফুটসাল ফিয়েস্তা ফুটবল টুর্নামেন্ট’-এর কোয়ার্টার ফাইনালেও। শুক্রবার রাতে নয়নাভিরাম হ্যাটট্রিক করেছেন বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের সহ-অধিনায়ক সাবিনা। এই সুবাদে সাবিনার দল মালদ্বীপ পুলিশ ক্লাব ৬-০ গোলের বিশাল জয় কুড়িয়ে নেয় প্রতিপক্ষ এআরডিসি ক্লাবের বিরুদ্ধে। গ্রুপ পর্বের শেষ ম্যাচেও একই দলকে ১৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল সাবিনার ক্লাব। শুক্রবার রাতের খেলায় ম্যাচের সেরা খেলোয়াড়ও হয়েছেন সাবিনা। এই নিয়ে টুর্নামেন্টে এখন পর্যন্ত ৩৩ গোল করেছেন তিনি। যা তাকে বসিয়ে দিয়েছে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার গর্বিত আসনে। প্রথম ম্যাচে ৪, দ্বিতীয় ম্যাচে ১৬ এবং তৃতীয় ম্যাচে ১০ গোলসহ করেছিলেন তিনি। আগামী ১১ এপ্রিল সেমিফাইনালে মাঠে নামবে সাবিনারা। ব্লিজড রেটিং দাবায় পরাগ চ্যাম্পিয়ন স্পোর্টস রিপোর্টার ॥ ‘শহীদ মুফতি কাসেদ ব্লিজড রেটিং দাবা প্রতিযোগিতা’য় লিওনাইন চেস ক্লাবের ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি ৭ খেলায় সাড়ে ছয় পয়েন্ট লাভ করেন। ৬ পয়েন্ট নিয়ে তিতাস ক্লাবের ফিদেমাস্টার ফাহাদ রহমান রানার আপ, সোনালী ব্যাংক ক্রীড়া বিনোদন ক্লাবের আবু হানিফ তৃতীয়, লিওনাইনের সোহেল চৌধুরী চতুর্থ, সুলতানা কামাল পাঠাগারের শেখ মোঃ খায়রুল ইসলাম পঞ্চম এবং মোহাম্মদ ইউসুফ ষষ্ঠ স্থান লাভ করেন। সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে সপ্তম-দ্বাদশ স্থান লাভ করেন এসএম স্মরণ, শফিক আহমেদ, আবজিদ রহমান, আনিসুজ্জামান জুয়েল, মতিউর রহমান মামুন ও উতেন। গত শুক্রবার দাবা কক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ আসরে ১৪৭ দাবাড়ু অংশ নেন। বিজয়ীদের নগদ অর্থ পুরস্কার দেয়া হয়। ক্যানারি ওয়ার্ফ একাডেমি স্পোর্টস রিপোর্টার ॥ ক্যানারি ওয়ার্ফ ইউকে ফুটবল একাডেমির কার্যক্রম পরিদর্শনের জন্য ব্রিটিশ প্রফেশনাল ফুটবল কোচ জেরি ডিভার ও ক্যানারি ওয়ার্ফ গ্রুপ পিএলসির কমিউনিটি হ্যাড জাকির খান শনিবার সকালে লন্ডন থেকে সরাসরি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছলে। তাকে বিমানবন্দরে ক্যানারি ওয়ার্ফ একাডেমির কর্মকর্তারা, প্রশিক্ষণার্থী ফুটবলার ও সিলেটের বিভিন্ন খেলোয়াড় অভ্যর্থনা জানান। সোমবার জাতীয় হকির ফাইনাল স্পোর্টস রিপোর্টার ॥ এটিএন বাংলা গোল্ডকাপ জাতীয় হকির ফাইনাল অনুষ্ঠিত হবে সোমবার। এ উপলক্ষে শনিবার এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় মওলানা ভাসানী জাতীয় স্টেডিয়ামে অবস্থিত বাংলাদেশ হকি ফেডারেশনের মিডিয়া রুমে। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী মইনুজ্জামান, টুর্নামেন্ট কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাফরুল হাসান ও এটিএন বাংলার উপদেষ্টা নওয়াজেশ আলী খান। সংবাদ সম্মেলনে জানানো হয়, ৬ এপ্রিল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বেলা ৩টা ১০ মিনিটে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এর আগে রবিবার দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। দুপুর ১টায় বাংলাদেশ সেনাবাহিনী মুখোমুখি হবে বাংলাদেশ নৌবাহিনীর। বেলা ৩টায় ফরিদপুর জেলা লড়বে ঢাকা জেলার বিপক্ষে। এছাড়া ৬ এপ্রিল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচও অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে প্রাইজমানি হিসেবে ৫০ হাজার টাকা ও রানার্সআপ দলকে ৩০ হাজার টাকা দেয়া হবে।
×