ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

স্মৃতির ট্রায়াল রুমের ঘটনায় ৪ দোকানী আটক

প্রকাশিত: ০৩:৫০, ৫ এপ্রিল ২০১৫

স্মৃতির ট্রায়াল রুমের ঘটনায় ৪ দোকানী আটক

ভারতের কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানির পোশাক পাল্টানোর দৃশ্য ধারণ করার ঘটনায় গোয়ার একটি দোকানের চার কর্মীকে আটক করেছে পুলিশ। ‘ফ্যাবইন্ডিয়া’ নামের দোকানটি বন্ধ করে দেয়া হয়েছে। পুলিশ সুপার কার্তিক কাশ্যপ জানান, ফ্যাবইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীকে জিজ্ঞাসাবাদ করা হবে। গ্রেফতার হওয়া চার কর্মীর ব্যাপারে তদন্ত চলছে। কালাঙ্গুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এমএলএ মাইকেল লোবো মানবসম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানির পক্ষ থেকে কালাঙ্গুত পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। ডিএসপি নেলসন আলবাকুয়েরক জানান, মামলাটি ৩৫৪ সি ধারা (গুপ্তস্থান থেকে যৌনক্রিয়া দেখা) এবং ৫০৯ ধারায় (নারীর শালীনতা নষ্ট করা) তালিকাভুক্ত করা হয়েছে। শুক্রবার দুপুরে কালাঙ্গুতে ফ্যাবইন্ডিয়া নামের একটি দোকানে পোশাক কিনতে যান স্মৃতি। সেখানে তিনি পরিবারের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন। স্মৃতি ইরানি কয়েকটি পোশাক বেছে নিয়ে ট্রায়াল রুমে ঢোকেন। এরপর তাঁর নজরে পড়ে গোপন ক্যামেরাটি। -ওয়েবসাইট এ্যান্ড্রয়েড হেলমেট হেলমেট মাথায় দিলেই চোখের সামনে লাইভ ‘নেভিগেশন’ আর মাইক্রোফোনে কথা বলার সুযোগ। থাকছে লাইভ জিপিএস সার্ভিস। রাশিয়ার এক হেলমেট প্রস্তুতকারী সংস্থা এমনই হেলমেট তৈরি করছে। প্রস্তুত হচ্ছে এ্যান্ড্রয়েড এ্যাপ ও মোবাইল ফোনের সঙ্গে কানেক্ট করার ব্যবস্থা। আগামী মাসেই বাজারে আসছে এই নয়া হেলমেট। -ওয়েবসাইট স্মার্টফোন ব্যবহার বদলে দেয় স্মার্টফোনে মেসেজ টাইপ করা, ওয়েব পেজ দেখা বা ইমেল চেক বদলে দিতে পারে মস্তিষ্ক ও আঙুলের সংযোগ স্থাপনের সূত্র। গবেষণায় স্মার্টফোন ব্যবহার করা ২৬ জন ও পুরনো প্রযুক্তির ফোন ব্যবহার করা ১১ জনের মাথায় পরানো হয়েছিল ৬২টি ইলেকট্রোডযুক্ত ইইজি ক্যাপ। যার সাহায্যে ফোন ব্যবহার করার সময় তাদের মস্তিষ্কের সঙ্গে বুড়ো আঙুল, মধ্যমা ও তর্জনীর সংযোগ স্থাপনের প্রক্রিয়া পরীক্ষা করা হয়। কল প্রেস জার্নাল কারেন্ট বায়োলজিতে প্রকাশিত হয়েছে এই গবেষণার ফল। -জিনিউজ
×