ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঝড় ও শিলাবৃষ্টিতে রূপগঞ্জে কাঁচাঘর ও ফসলের ব্যাপক ক্ষতি

প্রকাশিত: ০৬:৪২, ৪ এপ্রিল ২০১৫

ঝড় ও শিলাবৃষ্টিতে রূপগঞ্জে কাঁচাঘর ও ফসলের ব্যাপক  ক্ষতি

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৩ এপ্রিল ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে টানা দুই ঘণ্টাব্যাপী প্রচ- ঝড় ও শিলাবৃষ্টিতে কাঁচাঘর-বাড়িসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। বিভিন্ন এনজিও থেকে শুরু করে ধার-দেনা করে ফসল ফলিয়েছিলেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। বৃহস্পতিবার রাতে উপজেলার ভোলাব ইউনিয়নের চারিতালুক, পুবেরগাঁও, পাইশকা, গুতুলিয়া, বাসুন্দাসহ বেশ কয়েকটি গ্রামের ওপর দিয়ে বয়ে যায় ঝড় ও শিলাবৃষ্টির তা-ব। ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, রাত ৯টা থেকে শুরু হওয়া প্রচ- ঝড় ও শিলাবৃষ্টিতে চারিতালুক, পুবেরগাঁও, পাইশকা, গুতুলিয়া, বাসুন্দাসহ বেশ কয়েকটি এলাকার ধানের ফসল, কলাবাগান, পানের বাগান, গাছপালা, সবজি ক্ষেতসহ কাঁচাঘর-বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে ১৫ থেকে ২০টি কলাবাগান, ১৫টির মতো পানের বাগান, প্রায় ৮ বিঘার মতো সবজির ক্ষেত ও প্রায় ৩শ’ থেকে ৪শ’ বিঘা জমির ধানের ফসল ক্ষয় হয়েছে। এছাড়া প্রায় ২৫টির মতো ছোট বড় কাঁচাঘর-বাড়ির ক্ষতি হয়েছে। সরকারের কাছে সহায়তা দাবি করছেন ক্ষতিগ্রস্তরা।
×