ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভালুকায় হত্যা মামলা তুলে নেয়ার জন্য হুমকির অভিযোগ

প্রকাশিত: ০৬:৪০, ৪ এপ্রিল ২০১৫

ভালুকায় হত্যা মামলা তুলে নেয়ার জন্য হুমকির অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ৩ এপ্রিল ॥ ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামের আলোচিত আব্দুল কাদের হত্যাকা-ের চার মাস অতিবাহিত হলেও এখনও কোন কিনারা হয়নি। আসামিরা হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন নিয়ে আসার পর যথাসময়ে নিম্ন আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়। এদিকে আসামিপক্ষ মামলা তুলে নেয়ার জন্য বাদী ও তার পরিবারের সদস্যদের অব্যাহতভাবে হত্যাসহ বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। বর্তমানে মামলাটি ময়মনসিংহ সিআইডিতে রয়েছে বলে জানা যায়। জানা গেছে, উপজেলার হাতিবেড় গ্রামের কাছু ম-লের ছেলে আব্দুল কাদেরকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ১২ নবেম্বর প্রতিপক্ষ স্থানীয় বর্তমান মেম্বার এমদাদুল হক দুলাল, আব্দুস ছবুর ও হাবিবুর রহমান হাবুলের নেতৃত্বে একটি সংঘবদ্ধদল দেশী অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহত কাদেরের ছেলে রিপন মিয়া বাদী হয়ে বর্তমান মেম্বার এমদাদুল হক দুলালসহ ১৩ জনের নাম উল্লেখ করে ভালুকা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার বাদী রিপন মিয়া স্থানীয় সাংবাদিকদের জানান, আসামিপক্ষ মামলা তুলে নেয়ার জন্য তাকে ও তার পরিবারকে অব্যহতভাবে হত্যাসহ বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে। এখন সে তার পরিবারের লোকজনদের নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভালুকা মডেল থানার ওসি গোলাম সরোয়ার জানান, মামলাটি বর্তমানে সিআইডিতে রয়েছে। বাদীপক্ষকে কোন ধরনের হুমকি দেয়ার অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
×