ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাকিস্তানে সন্ত্রাসের দায়ে ৬ ব্যক্তির মৃত্যুদণ্ড

প্রকাশিত: ০৬:৩৬, ৪ এপ্রিল ২০১৫

পাকিস্তানে সন্ত্রাসের দায়ে ৬ ব্যক্তির মৃত্যুদণ্ড

পাকিস্তানের সামরিক আদালত ছয় ব্যক্তিকে মৃত্যুদ- দিয়েছে। সন্ত্রাসী কর্মকা-ে জড়িত থাকার অভিযোগে তাদের এই দ- দেয়া হয়েছে। খবর বিবিসির। ২০১৪ সালের ১৬ ডিসেম্বর পেশোয়ারে সামরিক বাহিনী পরিচালিত একটি স্কুলে তালেবান জঙ্গীরা গণহত্যা চালায়। ওই হামলায় ১৫০ জন নিহত হন। নিহতদের বেশিরভাগই শিশু। ওই ঘটনার পর প্রথমবারের মতো এই রায় দেয়া হলো। পেশোয়ারের ওই হত্যাকা- পাকিস্তানসহ সারাবিশ্বে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল। পাকিস্তানের সেনাপ্রধান জানিয়েছেন, চরমমাত্রায় সন্ত্রাসের সঙ্গে জড়িত থাকায় এই ছয় ব্যক্তিকে ফাঁসিতে ঝোলানো হবে। তবে সপ্তম অপর এক ব্যক্তিকে সামরিক আদালতে যাবজ্জীবন মৃত্যুদ- দেয়া হয়েছে। দ-িতদের নাম প্রকাশ করা হলেও তাদের সম্পর্কে বিস্তারিত কোনকিছু জানানো হয়নি। অবশ্য দ-িতরা রায়ের বিরুদ্ধে আপীল করতে পারবেন। অবশ্য সেনাবাহিনীর কাছে এই বিচারিক ক্ষমতা দেয়ার সমালোচনাও হচ্ছে। সমালোচকদের অভিমত, এতে সন্দেহভাজনদের অধিকার ঝুঁকির মুখে পড়বে। পাকিস্তানী কর্তৃপক্ষের বক্তব্য, এই আদালতের উদ্দেশ্য হচ্ছে সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত সন্দেহভাজনদের বিচারে গতি আনা।
×