ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারতের সিনিয়র পররাষ্ট্র সচিব সুজাতা রবিবার আসছেন

প্রকাশিত: ০৬:০১, ৩ এপ্রিল ২০১৫

ভারতের সিনিয়র পররাষ্ট্র সচিব সুজাতা রবিবার আসছেন

স্টাফ রিপোর্টার ॥ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সুজাতা মেহতা আগামী রবিবার ঢাকায় আসছেন। ৫-৭ এপ্রিল তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন তিনি। বৃহস্পতিবার ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। হাইকমিশন জানায়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহুপাক্ষিক ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব সুজাতা মেহতা ঢাকা সফরকালে অর্থ সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিনের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া সুজাতার মন্ত্রীদের সঙ্গেও সাক্ষাত করার কথা রয়েছে। দুই দেশের উন্নয়নের লক্ষ্যে একটি সমোঝতা স্মারক সই হতে পারে। ঢাকার ভারতীয় হাইকমিশন জানিয়েছে, দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী ও গভীর করতেই ঢাকা আসছেন সুজাতা। তিনি সফরকালে বাংলাদেশ-ভারত উন্নয়ন অংশীদারিত্ব ও অর্থনৈতিক সহযোগিতা পর্যালোচনা করবেন।
×