ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ধাত্রী প্রশিক্ষণ

প্রকাশিত: ০৪:৩৭, ৩ এপ্রিল ২০১৫

ধাত্রী প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে নার্সদের ছয় মাসের এ্যাডভান্স ধাত্রী বিদ্যার কোর্স শুরু হয়েছে। বৃহস্পতিবার শহরের নাসিং ইনস্টিটিউট মিলনায়তনে এই কোর্সের উদ্বোধন করেন এ্যাডভোকেট মৃনাল কান্তি দাস এমপি। সিভিল সার্জন ডাঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ সাইফুল হাসান বাদল, মোস্তাফা কামাল, ডাঃ এহসানুল করিম, ডাঃ আক্তার হোসেন বাপ্পি, নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রার সুরাইয়া বেগম প্রমুখ। শিক্ষার্থীদের ফ্রি চিকিৎসা নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ০২ এপ্রিল ॥ শহরের ব্রিজ রোড সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার ছাত্রছাত্রীদের ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেনÑ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এসকে তাসের আলী, প্রধান শিক্ষক সালমা বেগম, ইউসুফ আলী, কবির আহমেদ, শিক্ষক চামেলী বেগম প্রমুখ। চিকিৎসা ক্যাম্পে ডাঃ মোছাঃ জান্নাতুল ফেরদৌসী ৩ শতাধিক ছাত্রছাত্রীর চিকিৎসা সেবা দেন।
×