ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্কয়ার টেক্সটাইলের সভা মঙ্গলবার

প্রকাশিত: ০৪:১২, ৩ এপ্রিল ২০১৫

স্কয়ার টেক্সটাইলের সভা মঙ্গলবার

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি স্কয়ার টেক্সটাইল পরিচালনা পর্ষদ সভার দিন ঘোষণা করা হয়েছে। আগামী মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় এই কোম্পানির বৈঠক অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এই বৈঠকে কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সঙ্গে বৈঠকে আসতে পারে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ। ২০১৩ সালে কোম্পানি শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ৩০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ২০ শতাংশ নগদ লভ্যাংশ এবং ১০ শতাংশ বোনাস লভ্যাংশ। আর শেয়ারপ্রতি আয় (ইপিএস) করেছিল ৬ টাকা ২৩ পয়সা। ফারইস্ট ফিন্যান্সের বোনাস বিওতে জমা অর্থনৈতিক রিপোর্টার ॥ ফারইস্ট ফিন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, গত ৩১ মার্চ মঙ্গলবার ফারইস্ট ফিন্যান্সের লভ্যাংশের শেয়ার বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবে জমা হয়েছে। প্রসঙ্গত, সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১২.৫০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ, ২.৫ শতাংশ বোনাস। এই কোম্পানি গত ২৫ মার্চ বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন করেছে।
×