ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রসায়ন বিজ্ঞান ১ম পত্র

এইচ এস সি পরীক্ষার পড়াশোনা

প্রকাশিত: ০৬:৩৮, ২ এপ্রিল ২০১৫

এইচ এস সি পরীক্ষার পড়াশোনা

১. রসায়নে সক্রিয় ভর কথাটি অনেক গুরুত্বপূর্ণ। এ সক্রিয় ভর দ্বারা বোঝানো হয়- র. বিক্রিয়কের মোলার ঘনমাত্রা রর. বিক্রিয়কের মোলার আয়তন ররর. বিক্রিয়কের আংশিক চাপ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২. কোনটি সংরক্ষণে ক্লোসট্রিডিয়া ব্যবহৃত হয়? ক) শুকনো ফল খ) মদ গ) মাংস ঘ) পনির ৩. কাচের যন্ত্রে থাকা পনিতে অদ্রবনীয় ময়লা দূর করতে ব্যবহার করা হয় কোনটি? ক) ট্যাপের পানি খ) লঘু ঐঘঙ৩ গ) অ্যালকোহল ঘ) ফিল্টার পানি ৪. সাম্য বিক্রিয়ায় উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করলে বিক্রিয়া- ক) পেছনের দিকে অগ্রসর হয় খ) একমুখী হয় গ) সামনের দিকে অগ্রসর হয় ঘ) স্থির থাকে ৫. এরোসলে তরল বা কঠিন কণাগুলো কোন মাধ্যমে মিশ্রিত থাকে? ক) কঠিন খ) তরল গ) বায়বীয় ঘ) মিশ্র ৬. সারফ্যাকটেন্টের অপর নাম কী? ক) ইমালসিফায়ার খ) পৃষ্ঠতল সক্রিয়কারী পদার্থ গ) সারফেস এজেন্ট ঘ) ম্যালটেজ ৭. মাইক্রো অ্যানালাইটিক পদ্ধতিতে কোন ভরে রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয়? ক) ০.৫ম খ) ০.৫০সম গ) ৫সম ঘ) ১০সম ৮. প্রোবায়োটিকস কী? ক) ঈষ্ট থেকে প্রাপ্ত এনজাইম খ) দুধে উৎপন্ন এক ধরনের এনজাইম গ) এসিডিক দ্রবণে ব্যাকটেরিয়ার প্রতিরোধ ব্যবস্থা ঘ) রাসায়নিক বিশ্লেষণে প্রাপ্ত অণুজীব ৯. ট্যালকম পাউডারের পানি শোষণ ক্ষমতা বাড়ায় কোনটি? ক) অ্যালুমিনিয়াম অক্সাইড খ) ক্যালসিয়াম অক্সাইড গ) জিঙ্ক স্টিয়ারেট ঘ) ম্যাগনেসিয়াম অক্সাইড ১০. কার্বন-কার্বন ত্রি-বন্ধনের দূরত্ব অপেক্ষা দ্বি-বন্ধনের দূরত্ব- ক) কম খ) বেশি গ) মাধ্যম ঘ) সমান ১১. কোনটিতে লবণ, চিনি, ভিনেগার খাদ্য সংরক্ষক হিসাবে ব্যবহৃত হয়? ক) আম খ) কলায় গ) পোস্তদানায় ঘ) আচারে ১২. ঈ৬ঐ৬ যৌগটি- র. বেয়ার পরীক্ষা দেয় না রর. যুত বিক্রিয়া দেয় ররর. প্রতিস্থাপন বিক্রিয়া দেয় নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও ররর গ) রর ঘ) ররর ১৩. কঠিন জৈব যৌগ বিশোধনের জন্য ব্যবহৃত পদ্ধতি- ক) ঊর্ধ্বপাতন খ) পাতন গ) আংশিক পাতন ঘ) বাস্পপাতন ১৪. রাদারফোর্ডের পরমাণু মডেলটি কার সাথে তুলনা করা হয়? ক) সৌর জগতের সাথে খ) α কণার সাথে গ) উল্কার সাথে ঘ) চাঁদের সাথে ১৫. সাম্যাধ্রুবকের মানে পরিবর্তন ঘটে যদি- ক) তাপমাত্রা পরিবর্তিত হয় খ) ঘনমাত্রা পরিবর্তন হয় গ) চাপ পরিবর্তিত হয় ঘ) সবগুলোই সঠিক ১৬. কক্ষের একটি ং অরবিটাল ও ৩টি ঢ় অরবিটাল মিশ্রিত হয়ে যে অরবিটাল গঠন করে সেগুলোর প্রকৃতি কেমন হয়? ক) সমতুল্য খ) অসমতুল্য গ) বিষম আকৃতির ঘ) অসমশক্তির ১৭. ব্যুরেটের পাঠ দেওয়ার জন্য চোখকে তরলের কোনদিকে রাখতে হয়? ক) লম্ব দিকে খ) কৌণিক দিকে গ) সমান্তরালে ঘ) নিচ দিকে ১৮. এসিড বা ক্ষারের তীব্রতা নির্ভর করে- ক) দ্রাবকের প্রকৃতির উপর খ) অ্যানায়নের আকারের উপর গ) কেন্দ্রীয় পরমাণুর চার্জ ঘনত্বের উপর ঘ) সবগুলোর উপর ১৯. টয়লেট ক্লিনারে ভিনেগার মূলত- ক) সারফাকট্যান্ট খ) পরিস্কারক গ) জীবাণুনাশক ঘ) দ্রাবক ২০. রক্ষিত উপাদানের রেকর্ড কপি ফায়ার সার্ভিসে সরবরাহ করা- ক) খুবই জরুরি খ) কম জরুরি গ) জরুরি নাই ঘ) জরুরি ২১. যে সব পরমানুর নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন হয়, তারা পরস্পরের কী? ক) আইসোটোপ খ) আইসোবার গ) আইসোমার ঘ) আইসোটোন ২২. রাসায়নিক পদার্থ সংরক্ষণের ক্ষেত্রে কোনটি অনুসরণ করা হয়? ক) বর্ণমালার ক্রম খ) সক্রিয়তার ক্রম গ) ব্যবহারের আধিক্য ঘ) পাত্রের আকার ২৩. মৃৎক্ষারীয় ধাতুর ক্ষেত্রে গ্রুপের উপর থেকে নিচে নিম্নোক্ত ধর্মগুলোর কোনটির হ্রাস ঘটে? ক) পারমাণবিক ব্যাসার্ধ খ) প্রথম আয়নিকরণ শক্তি গ) আয়নিক ব্যাসার্ধ ঘ) পারমাণবিক আয়তন
×