ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ শুরু

প্রকাশিত: ০৬:২০, ২ এপ্রিল ২০১৫

কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ শুরু

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সদর উপজেলার নয়গাঁও প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের বড়ি সেবনের মধ্য জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ বুধবার শুরু হয়েছে। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ সাইফুল হাসান বাদল, সিভিল সার্জন ডাঃ মোঃ শহীদুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনিস-উজ-জামান, ইউএনও শারাবান তাহুরা ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এহসানুল করিম। শোকর‌্যালি বাকৃবি সংবাদদাতা, ১ এপ্রিল ॥ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের শেষ বর্ষের মেধাবী শিক্ষার্থী সায়াদ ইবনে মোমতাজ সাদের প্রথম মৃতুবার্ষিকীকে বুধবার সংগ্রামী সাধারণ ছাত্র-জনতার ব্যানারে শোকর‌্যালি করেছে শাখা ছাত্রলীগ। জানা যায়, দুপুর ১টার দিকে টিএসসির সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ বিজয় ’৭১-এ সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। সমাবেশ বিভিন্ন অনুষদীয় ছাত্র সমিতি এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। জ্ঞানচর্চায় সভা স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে হরন্দ্রেলাল পাবলিক লাইব্রেরির পাঠকক্ষে মঙ্গলবার সন্ধ্যায় জ্ঞানর্চচা বৃদ্ধিতে সভা হয়েছে। একই সঙ্গে বিতর্ক, আবৃত্তি, সুন্দর হাতের লেখা ও সেরা পাঠকদের পুরস্কৃত করা হয়। ১০৮ বছরের প্রাচীন লাইব্রেরিটির সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ সাইফুল হাসান বাদল। সাধারণ সম্পাদক আব্দুল মতিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেনÑ অধ্যাপক সুখেন চন্দ্র ব্যানার্জী, ডাঃ শহিদুল ইসলাম, অধ্যক্ষ মেজর রেজাউল করিম ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মু. ইমদাত হোসাইন। চিকিৎসা সেবার মানোন্নয়নে সভা স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ সদর হাসপাতালের সেবার মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার টিআইবি-সচেতন নাগরিক কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ বাকির হোসেন। সদর হাসপাতালের সম্মেলন কক্ষে সনাক সভাপতি রাম কৃষ্ণ বসুর সভাপতিরত্ব এ সভা সঞ্চালনা করেন, সনাক সদস্য বাবুল সরদার। আলোচনায় অংশ নেন বিএমএ সাধারণ সম্পাদক ডাঃ আব্দুল মতিন আকন, কনসালটেন্ট ডাঃ আবু দাউদ খান, ডাঃ সৈয়দা রুখশানা পারভিন, ডাঃ এবিএম সাদী, জুনিয়র কনসালটেন্ট ডাঃ সাঈদ আহমেদ প্রমুখ।
×