ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বেসিকের শান্তিনগর শাখার জিএম বরখাস্ত

প্রকাশিত: ০৪:২৪, ২ এপ্রিল ২০১৫

বেসিকের শান্তিনগর শাখার জিএম বরখাস্ত

অর্থনৈতিক রিপোর্টার ॥ বেসিক ব্যাংকের শান্তিনগর শাখার মহাব্যবস্থাপক (জিএম) মোহাম্মদ আলীকে বরখাস্ত করেছে ব্যাংকটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। বুধবার এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে ব্যাংকটি। এর আগে পরিচালনা পর্যদের বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়। জানা গেছে, মোহাম্মদ আলী শান্তিনগর শাখার মহাব্যবস্থাপক থাকাকালীন তার নেতৃত্বে নামে-বেনামে ঋণ জালিয়াতির ঘটনা ঘটে। দুর্নীতির সঙ্গে জড়িত সন্দেহে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর তিনি সিলেটের রিজোনাল রিকোভারি অফিসে ছিলেন। সূত্রটি জানায়, মোহাম্মদ আলীর নেতৃত্বে শান্তিনগর শাখায় অনিয়ম-দুর্নীতি হয়েছে। এটাই তদন্তে উঠে আসায় ব্যাংকটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জিএমকে চূড়ান্তভাবে বরখাস্তের সিদ্ধান্ত নেয়। বুধবার এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করে। পূবালী ব্যাংকের বার্ষিক সাধারণ সভা পূবালী ব্যাংক লিমিটেডের ৩২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) মঙ্গলবার ঢাকার মিরপুর পুলিশ স্টাফ কলেজের কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার। সভায় পূবালী ব্যাংক লিমিটেড ৩১ ডিসেম্বর ২০১৪ সালের জন্য ১০% নগদ লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত অনুমোদিত হয়। পূবালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের ভাইস-চেয়ারম্যান হাবিবুর রহমান ও ফাহিম আহমদ ফারুক চৌধুরী, পরিচালকবৃন্দ- মনির উদ্দিন আহমদ, সৈয়দ মোয়াজ্জেম হুসাইন, মঞ্জুরুর রহমান, আহমদ শফি চৌধুরী, রোমানা শরীফ, এম. কবিরুজ্জামান ইয়াকুব, মুসা আহমেদ, আজিজুর রহমান, মোঃ আবদুর রাজ্জাক ম-ল, স্বতন্ত্র পরিচালক খুরশীদ-উল-আলম ও ড. শাহদীন মালিক, ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল হালিম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
×