ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আমদানি-রফতানির বকেয়া নবায়ন ফি আদায়ের নির্দেশ

প্রকাশিত: ০৪:২১, ২ এপ্রিল ২০১৫

আমদানি-রফতানির বকেয়া নবায়ন ফি আদায়ের নির্দেশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ আমদানি নীতি আদেশ ২০১২-১৫ কার্যকরের পর আমদানি-রফতানির সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোর রেজিস্ট্রেশন বা নবায়ন ফি বাড়ানো হয়। এ আদেশের কপি সংশ্লিষ্ট লিয়েন ব্যাংকসহ আমদানি ও রফতানি নিয়ন্ত্রণ অধিদফতরের অধীনস্থ আঞ্চলিক দফতরসমূহে দেরিতে পৌঁছার কারণে ফি আদায়ে বিঘœ ঘটে। ফলে বর্ধিত হারে নবায়ন ফিসহ নিবন্ধন ফি আদায় সম্ভব হয়নি। তাই এ বকেয়া ফি আদায়ে ব্যাংকগুলোকে নির্দেশনা দেয়ার জন্য আমদানি ও রফতানি নিয়ন্ত্রকের দফতর থেকে একটি সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংকে চিঠি দেয়া হয়। তারই পরিপ্রেক্ষিতে বুধবার কেন্দ্রীয় ব্যাংক একটি সার্কুলার জারি করে বৈদেশিক মুদ্রায় লেনদেনে নিয়োজিত সকল অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধান কার্যালয়ে চিঠি পাঠিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের চিঠিতে বলা হয়, আমদানি নীতি আদেশ ২০১২-১৫ কার্যকরের পর থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন কিংবা নবায়নের বর্ধিত/অবশিষ্ট বকেয়া ফি জরুরী ভিত্তিতে আদায় করতে হবে। আদায়পূর্বক সকল তথ্য আমদানি ও রফতানি নিয়ন্ত্রকের দফতর, ঢাকায় প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। উল্লেখ্য, আমাদনি নীতি আদেশ ২০১৫ কার্যকর করা হয়েছে ২০১২ সালের ২৪ ডিসেম্বর। অনুমোদিত ডিলারদের প্রতিষ্ঠানগুলোর সেই দিন থেকে শুরু করে বর্তমান সময় পযন্ত বর্ধিত ফি আদায়ের নির্দেশনা দেয়া হয়েছে। এদিকে আমদানি রফতানি নিয়ন্ত্রকের দফতর থেকে গত মার্চ মাসের ১৯ তারিখে জারিকৃত সার্কুলারে ১৫ কার্যদিবসের মধ্যে ফি আদায় ও তথ্য প্রদানের নির্দেশনা দেয়ার অনুরোধ জানানো হয় বাংলাদেশ ব্যাংককে।
×