ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৭:০৯, ১ এপ্রিল ২০১৫

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ২১. নেতৃত্ব হলো জনগণের- র. অভিবাবক, পরিচালক রর. পরিচালক, জ্ঞানদানকারী ররর. উ৭সাহ প্রদানকারী, পথপ্রদর্শক নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর, ও ররর ২২. রাজনৈতিক সংস্কৃতিকে বলা যায় রাজনৈতিক ব্যবস্থার- ক) উল্টা পিঠ খ) সমান্তরাল গ) প্রতিচ্ছবি ঘ) পরিপূরক ২৩. জাতীয়তাবাদী মূলত এক ধরণের মানসিকতা, কিন্তু জাতি- র. বাস্তব সত্তা রর. বিমূর্ত ধারণা ররর. রাজনৈতিক গংগঠন গড়ে তোলে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র,রর ও ররর ২৪. আইন মান্য করার কারণকে পাঁচ ভাগে ভাগ করেছেন কে? ক) লর্ড ব্রাইস খ) হেনরী মেইন গ) জাঁ জ্যাঁক রুশো ঘ) টমাস গেটেল ২৫. জনমতকে গণকল্যাণকামী বলা হয় কেন? ক) ছাত্রদের স্বার্থসংশ্লিষ্ট খ) জনগনের স্বার্থ সংশিষ্ট গ) নেতাদের স্বার্থসংশিষ্ট ঘ) আমলাদের সংশিষ্ট ২৬. বিচারক নিয়োগের সবচেয়ে উত্তম পদ্ধতি কোনটি? ক) জনগণের ভোটে খ) আইনসভার ভোটে গ) বিচারকগণের ভোটে ঘ) শাসন বিভাগ কর্তৃক সরাসরি নিয়োগ ২৭. রাষ্ট্র কোন আন্তজার্তিক প্রতিষ্ঠানের সদস্য? র. সার্ক রর. আসিয়ান ররর. জাতিসংঘ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) ররর গ) র ও ররর ঘ) র, রর, ও ররর ২৮. জন লক কোন শতকে জন্মগ্রহণ করেন? ক) চতুদর্শ খ) পঞ্চদশ গ) ষোড়শ ঘ) সপ্তদশ ২৯. সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সমস্যা বা তা সমাধান সম্পর্কিত যুক্তিভিত্তিক ও সুচিন্তিত বলা হয়? ক) বক্তব্য খ) রাজনৈতিক আলোচনা গ)টক শো ঘ) জনমত ৩০. ই-গভর্নেন্সের মূল লক্ষ্য কী? ক) সুশাসন প্রতিষ্ঠা খ) দুর্নীতি প্রতিরোধ গ) আইনের শাসক প্রতিষ্ঠা ঘ) রাজনৈতিক স্থিতিশীলতা ৩১. সরকারের পরিবর্তন ঘটলেও কারা দায়িত্ব ও কর্তৃত্বে থেকেই যান? ক) আমলা প্রশাসক খ) রাজনীতিবিদগণ গ) মন্ত্রীগণ ঘ) আইনসভার স্পিকার ৩২. এশিয় উন্নয়ন ব্যাংক কোন পদ্ধতিকে সুশাসনের মূল রাজনৈতিক বৈশিষ্ট্য হিসেবে চিন্হিত করেছে? ক) দার্শনিক খ) ঐতিহাসিক গ) অংশগ্রহনমূলক ঘ) বৈজ্ঞানিক ৩৩. সম্মোহনী নেতৃত্বের ধারণা দেন কে? ক) কিম্বল ইয়ং খ) ম্যাক্স ওয়েবার গ) খোমেনী ঘ) গান্ধী ৩৪. রাজনৈতিক চেতনাবোধ থেকে কী তৈরি হয়? ক) জাতীয় ঐক্য খ) অর্থনৈতিক স্বাধীনতা গ) চারিত্রিক উন্নতি ঘ) জাতীয়তাবোধ ৩৫. বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয় কখন? ক) ১৯৪০ খ) ১৯৫২ গ) ১৯৫৬ ঘ) ১৯৬৬ ৩৬. কোন নেতৃত্বে নেতার কথাই মুখ্য? ক) গণতান্ত্রিক নেতৃত্বে খ) এলিট নেতৃত্বে গ) একনায়ক নেতৃত্বে ঘ) সনাতন নেতৃত্বে ৩৭. ′লব অব দি কনস্টিটিউশন প্রণয়ন কনের এবং এটি হলো তাদের এক আবশ্যিক কর্তব্য।′-এটি কার উক্তি? ক) অধ্যাপক ডাইসি খ) অধ্যাপক গার্নার গ) বাকস্টোন ঘ) স্যার সাইমন ৩৮. সমাজের আদি প্রতিষ্ঠান কোনটি? ক) গোষ্ঠী খ) পরিবার গ) রাষ্ট্র ঘ) জাতি ৩৯. কিসের রূপরেখায় দল ভিন্ন হতে পারে? ক) সমাজবিজ্ঞানের খ) পৌরনীতির গ) অর্থনীতির ঘ) পদার্থবিজ্ঞানের ৪০. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল- র. জনতা লীগ, ন্যাশনাল আওয়ামী পার্টি র. কম্যুনিস্ট পার্টি ররর. মুসলিম লীগ, জামায়াতে ইসলামী, পিডিপি নেজামে ইসলাম নিচের কোনটি সর্ঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) ররর ঘ) র, রর, ও ররর ৪১. রাষ্ট্রপতি নির্বাচিত হন কীভাবে? ক) প্রধানমন্ত্রীর দ্বারা খ) আইনসভা দ্বারা গ) স্পিকার দ্বারা ঘ) বিচার বিভাগ দ্বারা ৪২. ব্যক্তি তার জ্ঞান ও প্রজ্ঞার মাধ্যমে মানবকল্যাণে আগ্রহী হয়ে ওঠে কখন? ক) সুশাসন প্রতিষ্ঠিত হলে খ) স্বশাসন প্রতিষ্ঠিত হলে গ) স্বায়ত্তশাসন প্রতিষ্ঠিত হলে ঘ) ব্যক্তিশাসিত প্রতিষ্ঠিত হলে ৪৩. আমলাতন্ত্রের বৈশিষ্ট্যসমূহ হলো- র. আমলারা সরকারের অস্থায়ী কর্মকর্তা রর. আমলারা মেধার ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত হবেন ররর. আমলাতন্ত্র একটি পদসোপানভিত্তিক সংগঠন নিচের কোনটি সঠিক? ক) র, ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর, ও ররর ৪৪. ই-গভর্ন্যান্সের পূর্ণাঙ্গ ইংরেজি রূপ কোনটি? ক) ঊবপঃৎরপ এড়াবৎহধহপব খ) ঊষবপঃৎরপধষ এড়াবৎহধহপব গ) ঊবপঃৎরপ এড়াবৎসবহঃ ঘ) ঊবপঃৎড়হরপ এড়াবৎহধহপব নিচের উদ্দীপকটি পড়ে ২ টি প্রশ্নের উত্তর দাও: রফিক রেডিও, টেলিভিশনে প্রচারিত জাতীয় সংসদের অদিবেশন দেখতে পছন্দ করে। সে অভিজ্ঞ আইন প্রণেতাদের বক্তৃতা মনোযোগ দিয়ে শোনে। সে মনে করে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক দিক তুলে ধরতে জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে।
×