ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে নিখোঁজ রিক্সাচালকের সন্ধান মিলেনি

প্রকাশিত: ০৭:০৫, ১ এপ্রিল ২০১৫

লক্ষ্মীপুরে নিখোঁজ রিক্সাচালকের সন্ধান মিলেনি

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ৩১ মার্চ ॥ জেলার রামগতি উপজেলার চর আফজল গ্রামের রিক্সাচালক ওসমান (৩০) এক মাস ধরে নিখোঁজ রয়েছে। মঙ্গলবার এ পর্যন্ত তাঁর সন্ধান মেলেনি। তিনি বাসা ভাড়া করে নোয়াখালীর চৌমুহনী পৌরসভার গণিপুরে থাকতেন। গত ২৭ ফেব্রুয়ারি সকালে রিক্সা চালানোর উদ্দেশে বাসা থেকে বের হলে আর ফিরেনি। এতে তাঁর স্ত্রী-মাসহ পরিবারের সদস্যরা চিন্তিত হয়ে পড়েছে। এ ঘটনায় ছেলের সন্ধান চেয়ে গত ১ মার্চ মা মমতাজ বেগম নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন। যশোর হাসপাতালের ৮ চিকিৎসককে বদলি স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর জেনারেল ও মেডিক্যাল কলেজ হাসপাতালের আট চিকিৎসককে বদলি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক শ্যামল কৃষ্ণ সাহা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বদলিকৃতদের মধ্যে চারজনকে পদোন্নতি ও চারজনকে শাস্তিমূলক বদলি করা হয়েছে বলে হাসপাতলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। শিশুর লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার, বগুড়া ॥ বগুড়ার কাহালু উপজেলার দুর্গাপুর গ্রামে মঙ্গলবার সকালে গরুর খামারের এক ড্রেন থেকে আড়াই বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়। তার নাম নেহা খাতুন। এলাকাবাসী জানায়, আগের দিন রাতে সে তার মা বাবার সঙ্গে ঘুমাতে যায়। পরদিন সকালে তার লাশ পাওয়া যায়। শিশুর দেহে আঘাতের চিহ্ন আছে। নিহত নেহা খাতুন গ্রামের সাজ্জাদ হোসেনের মেয়ে। গাজীপুরে ডিজিটাল মেলা নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ৩১ মার্চ ॥ গাজীপুর সদর উপজেলা চত্বরে মঙ্গলবার হতে দু’দিনব্যাপী ডিজিটাল মেলা শুরু হয়েছে। গাজীপুরের জেলা প্রশাসক মোঃ নূরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে গাজীপুর সদর উপজেলা প্রশাসন আয়োজিত এ মেলার উদ্বোধন করেন। গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সততা সম্মেলন স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার কুড়িগ্রাম সাধারণ পাঠাগারে সততা সম্মেলন ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আকতার হোসেন আজাদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সামিউল হক নান্টু, খায়রুল আনম, অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, প্রতিমা চৌধুরী, এনামুল হক, মাহাবানু বেগম, হুমায়ুন কবির সূর্য্য প্রমুখ।
×