ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রামে সাংস্কৃতিক কর্মীদের মানববন্ধন

প্রকাশিত: ০৭:০১, ১ এপ্রিল ২০১৫

কুড়িগ্রামে সাংস্কৃতিক কর্মীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ জেলা শিল্পকলা একাডেমির পূর্ণাঙ্গ নাট্যমঞ্চ ও আধুনিক অডিটরিয়াম নির্মাণ, দুস্থ সাংস্কৃতিক কর্মীদের আর্থিক সহায়তা প্রদানসহ ৬ দফা বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন করেছে সাংস্কৃতিক কর্মীরা। মঙ্গলবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমির সামনে সম্মিলিত সাংস্কৃতিক জোটভুক্ত বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা এতে অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক পৌর চেয়ারম্যান কাজিউল ইসলাম, সাংস্কৃতিক সংগঠক জুলকার নাইন স্বপন, জ্যোতি আহমেদ, শাহানুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক প্রমুখ। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। শেরপুরে ১৮ বছর পর উপজেলা আ’লীগের সম্মেলন নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৩১ মার্চ ॥ দীর্ঘ ১৮ বছর পর শেরপুরের নকলা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ৪ এপ্রিল নকলা মুক্তমঞ্চে ওই সম্মেলনের উদ্বোধন করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও হুইপ আতিউর রহমান আতিক এমপি। সম্মেলনে কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী প্রধান অতিথি এবং সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় সদস্য, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মীর্জা আজম এমপি, সাবেক খাদ্যমন্ত্রী ও কৃষিবিদ আব্দুর রাজ্জাক ও প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। রাজবাড়ীতে আলোচনা অনুষ্ঠান নিজস্ব সংবাদদাতা, রাজবাড়ী, ৩১ মার্চ ॥ “মুক্তিযুদ্ধের শেষ নেইÑ যুদ্ধাপরাধীদের ক্ষমা নেই”। এই সেøাগানকে সামনে রেখে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সোমবার সন্ধ্যায় রাজবাড়ীর আজাদী ময়দানের মুক্ত মঞ্চে রাজবাড়ী জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যাগে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অসিম কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বঙ্গবন্ধুসহ স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন, রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য কাজী কেরামত আলী। কম্পিউটার প্রশিক্ষণ শুরু নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৩১ মার্চ ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সরকারীভাবে বিনামূল্যে ১৫ দিনব্যপী নারীদের মাঝে কম্পিউটার প্রশিক্ষণ শুরু হয়েছে। ডাক, টেলিযোগাযাগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্যপ্রযুক্তি বিভাগ আয়োজিত “লার্নিং এ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট”-এর আওতায় এ উপজেলার ৪০ জন নারী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন। মঙ্গলবার উপজেলা অফিসার্স ক্লাবে প্রশিক্ষণের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লোকমান হোসেন।
×