ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

‘হ্যালোক্যাশ’ মোবাইল ব্যাংকিং সেবা নিয়ে এলো আল-আরাফাহ্

প্রকাশিত: ০৬:১৪, ১ এপ্রিল ২০১৫

‘হ্যালোক্যাশ’ মোবাইল ব্যাংকিং সেবা নিয়ে এলো আল-আরাফাহ্

প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ব্যাংকিং ব্যবস্থা মানুষের দুয়ারে পৌঁছে দেয়ার লক্ষ্যে ‘হ্যালোক্যাশ’ মোবাইল ব্যাংকিং সার্ভিস চালু করল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। ২৯ মার্চ, রবিবার রাজধানীর হোটেল সোনারগাঁওর বলরুমে প্রধান অতিথি হিসেবে হ্যালোক্যাশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গবর্নর নাজনীন সুলতানা। চেয়ারম্যান বদিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান এস এম শামীম ইকবাল। এ সময় উপস্থিত ছিলেন পরিচালক আলহাজ মোঃ হারুনুর রশীদ খাঁন, আলহাজ আব্দুল মালেক মোল্লা, আলহাজ ইঞ্জি. খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ, আলহাজ নিয়াজ আহমেদ, মোঃ লিয়াকত আলী চৌধুরী এবং খালিদ রহীম। নতুন উদ্বোধনকৃত ‘হ্যালোক্যাশ’ মোবাইল ব্যাংকিং সার্ভিসের মাধ্যমে গ্রাহকবৃন্দ এখন থেকে তাদের মোবাইল ফোনের মাধ্যমে যে কোন ধরনের অনলাইন ট্রানজেকশন, ক্যাশ-ইন, ক্যাশ-আউট, ইউটিলিটি বিল পরিশোধ, রেমিটেন্স আদান-প্রদানসহ সকল ধরনের ব্যাংকিং কার্যক্রম সহজে ও নিরাপদে পরিচালনা করতে সক্ষম হবেন। উদ্বোধনী অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান বলেন, মোবাইল ব্যাংকিং সার্ভিস উদ্বোধনের মাধ্যমে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সেবায় একটি নতুন মাত্রা যুক্ত হলো। এর ফলে ব্যাংক গ্রাহকবৃন্দের সকল প্রয়োজনে আরও নিবিড়ভাবে সংযুক্ত হতে পারবে। তিনি সকলকে হ্যালোক্যাশ মোবাইল ব্যাংকিং সেবা গ্রহণের উদাত্ত আহ্বান জানান। -বিজ্ঞপ্তি
×