ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্বপ্ন পুরণ হচ্ছে না পিটারসেনের!

প্রকাশিত: ০৫:৫১, ১ এপ্রিল ২০১৫

স্বপ্ন পুরণ হচ্ছে না পিটারসেনের!

স্পোর্টস রিপোর্টার ॥ দল থেকে হুট করেই বাদ দেয়া হয়েছিল অভিজ্ঞ কেভিন পিটারসেনকে। অস্ট্রেলিয়া সফরে হোয়াইটওয়াশ হয়ে ঘরে ফেরে ইংল্যান্ড ক্রিকেট দল। তারপরই ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তাকে দল থেকে বহিষ্কার করেছিল। তবে এরপরও আশা ছাড়েননি ৩৪ বছর বয়সী কেপি। আবারও দলে ডাক পাওয়ার আশায় আছেন। তবে তাকে সে আশা ত্যাগের পরামর্শই দিলেন সাবেক ইংলিশ ক্রিকেটার এ্যালেক স্টুয়ার্ট। এ মৌসুমে কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় বিভাগ খেলবেন কেপি সারের হয়ে। বর্তমানে দলটির কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন স্টুয়ার্ট। এ বছরের শেষদিকে ঘরের মাঠে এ্যাশেজে ফেরার একটা বাসনা থেকেই সারেতে যোগ দিয়েছেন। কিন্তু স্টুয়ার্ট দাবি করলেন সে আশা আর না করাটাই ভাল হবে কেপির জন্য। ইসিবি কোনভাবেই এখন আর পিটারসেনকে দলে ফিরিয়ে আনতে চায় না। বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক পল ডাউনটন জানিয়েই দিয়েছেন পিটারসেনকে আবারও দলে ফিরিয়ে আনার কোন কারণই নেই। এমনকি টেস্ট অধিনায়ক এ্যালিস্টার কুকও জানিয়েছেন কেপিকে ফিরিয়ে আনাটা হবে খুবই অস্বাভাবিক। এদের সঙ্গে স্টুয়ার্ট এখন পুরোপুরি সম্মতি জানাচ্ছেন। তিনি বলেন, ‘যদি ইংল্যান্ড জিততে পারে; যেহেতু আমরা আশা করছি খুব ভাল একটা ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করে আসবে দলটি। সেক্ষেত্রে ক্রিকেটারদের খুবই বাজে ফর্ম কিংবা বড় রকমের ইনজুরিতে জায়গা শূন্য হতে হবে। এই কারণে কেভিন আমাদের কাছে যা বলেছেন সেটা হচ্ছে তিনি বড় রান করতে চান ধারাবাহিকভাবে। অনেক রান করে বসে থেকে কি ঘটে সেটা দেখতে চান।’ তবে কেপির ইংল্যান্ড দল থেকে ছিটকে পড়ার কারণটা ফর্ম নয় বরং ক্রিকেটারদের সঙ্গে নানা সময়ে বিবাদে জড়িয়ে পড়া। বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারের সঙ্গে বচসা হয়েছে পিটারসেনের। এ কারণেই ইসিবি তাকে দল থেকে বহিষ্কার করে। তবে সারের ক্রিকেট পরিচালক হিসেবেও দায়িত্বে থাকা স্টুয়ার্ট দাবি করেছেন কখনই কেপির মনোভাবের সঙ্গে তার সঙ্গে সমস্যা তৈরি হয়নি। স্টুয়ার্ট বলেন, ‘তিনি আমাদের সঙ্গে স্বর্ণের মতোই খাঁটি। তার যদি বাজে চারিত্রিক বৈশিষ্ট্য থাকত সেক্ষেত্রে আমরা হয়ত তাকে দলেই টানতাম না। যখনই তিনি আমাদের সঙ্গে থাকেন তাকে চমৎকার মনে হয়। তিনি তরুণ তারকাদেরও বিভিন্ন সময়ে সহায়তা করেন। তিনি নেটে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে ভাল করার জন্য উন্মুখ থাকেন।’ কিন্তু এতকিছু করছেন যে লক্ষ্য নিয়ে সেটা পূরণ হওয়ার নয়। ইসিবির কর্তাব্যক্তিরা এবং ইংল্যান্ড অধিনায়কের মন্তব্য থেকেই পরিষ্কার কেপি এখন দলে অবাঞ্ছিত। কোনভাবেই আর সুযোগ নেই তার ইংলিশ দলে ফেরার। অথচ সারে কোচ স্টুয়ার্টের কাছে এভাবেই ইচ্ছা পোষণ করেছেন তিনি। কিন্তু স্টুয়ার্ট নিজেই এখন বলছেন জাতীয় দলে ফেরার চিন্তা বাদ দিয়ে সারের হয়ে খেলার দিকে পূর্ণ মনোযোগী হতে।
×