ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

জঙ্গী কার্যক্রমে উদ্বুদ্ধ করতে রাবি ছাত্র অষ্টম শ্রেণীতে ভর্তি ॥ ধরে পুলিশে

প্রকাশিত: ০৫:৩৪, ১ এপ্রিল ২০১৫

জঙ্গী কার্যক্রমে উদ্বুদ্ধ করতে রাবি ছাত্র অষ্টম শ্রেণীতে ভর্তি ॥ ধরে পুলিশে

সংবাদদাতা, নাটোর, ৩১ মার্চ ॥ নাটোরে জঙ্গী কার্যক্রমে সম্পৃক্ত সন্দেহে মনিরুল ইসলাম নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্র এবং তাকে সহযোগিতা করার অভিযোগে ইদ্রিস আলী নামে আরেক যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। আটক মনিরুল ইসলাম (২০) রাবির ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের ছাত্র এবং সিংড়া উপজেলার মাঝগ্রামের রফিকুল ইসলামের ছেলে। ইদ্রিস আলী (৩০) বামনডাঙ্গা গ্রামের হামেদ আলীর ছেলে। মঙ্গলবার দুপুরে তাদের নাটোর সদর উপজেলার চন্দ্রকোলা এসআই উচ্চ বিদ্যালয় থেকে আটক করা হয়। চন্দ্রকোলা এসআই উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ওমর ফারুক বলেন, আটক মনিরুল ইসলাম কিছুদিন আগে সিংড়া উপজেলার হিজলি সোনাপুর উচ্চ বিদ্যালয় থেকে সপ্তম শ্রেণী পাসের সার্টিফিকেট দিয়ে চন্দ্রকোলা এসআই উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়। এরপর বিভিন্ন সময়ে স্কুলের ছাত্রছাত্রীসহ স্থানীয় যুবকদের ইসলামের কথা বলে জঙ্গী কার্যক্রমে অংশগ্রহণ করতে উৎসাহিত করতে থাকে। বিষয়টি জানাজানি হলে মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষয়ত্রী ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা মনিরুলকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মনিরুল স্বীকার করে সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ছাত্র। স্থানীয় লোকজনকে জঙ্গীবাদী কার্যক্রমে উদ্বুদ্ধ করার জন্যই তিনি অষ্টম শ্রেণীতে ভর্তি হয়েছিলেন। তার স্বীকারোক্তির ভিত্তিতে মনিরুল ইসলামকে এবং স্কুলে ভর্তির বিষয়ে সহযোগিতা করার অভিযোগে ইদ্রিস আলীকে আটক করে পুলিশে সোপর্দ করে বিদ্যালয় পরিচালনা কমিটি।
×