ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

কম্পিউটারে পারদর্শী শিশু...!

প্রকাশিত: ০৫:৩১, ১ এপ্রিল ২০১৫

কম্পিউটারে পারদর্শী শিশু...!

মাত্র ১০ বছর বয়সেই কম্পিউটার চালনায় পারদর্শী হয়ে উঠেছে কনক। তার পুরো নাম রিফাদ জামান। বাউফল দাশপাড়া মডেল সরকারী প্রাইমারী স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্র সে। পড়ালেখার পাশাপাশি সুযোগ পেলেই সে কম্পিউটরের সামনে বসে যেত। প্রথমে মাউস নাড়াচাড়া। তারপর মিডিয়া প্লেয়ারে গান শোনা, ছবি দেখা, এমএস ওয়ার্ডে লেখাজোখা শুরু করে। এ ভাবে কম্পিউটারের প্রায় সব বিষয় মোটামুটি তার নখদর্পণে চলে আসে। বর্তমানে কনক, ফটোশপ সিএস, ফটো আর্ট স্টুডিও, ফটো ফ্রেমশোসহ বিভিন্ন ভার্সন দিয়ে কাজ করছে। যেমন, ফটোশপের ফিল্টার, ইফেক্ট, ইমেজ এ্যাডজাস্টমেন্ট, ইমেজ সাইজ, ইমেজ ক্যাপশন, এডিট ও এমিনেশন দক্ষতার সঙ্গে করতে পারে কনক। এ ছাড়াও কনক প্লাগইন ব্যবহার করে অন্যান্য কাজ করতে পারে। কনক ইন্টারনেটে ফেসবুক লগইন, ছবি ডাউনলোড, আপলোডসহ ভিডিও এডিটিংয়ের কাজ করতে পারে। কম্পিউটরে এসব শেখার পেছনে তার কোন শিক্ষক ছিল না। নিজের প্রচেষ্টায় এবং তার বাবাকে অনুসরণ করেই এসব শিখেছে। কনক দৈনিক জনকণ্ঠের বাউফলের নিজস্ব সংবাদদাতা কামরুজ্জামান বাচ্চুর একমাত্র সন্তান।
×