ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সঙ্গীত পরিচালনায় ব্যস্ত জিতু

প্রকাশিত: ০৭:২৩, ৩১ মার্চ ২০১৫

সঙ্গীত পরিচালনায় ব্যস্ত জিতু

স্টাফ রিপোর্টার ॥ বর্তমান সময়ে সঙ্গীত পরিচালনা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন অভিজিৎ জিতু। অডিও এ্যালবাম এবং চলচ্চিত্র দুই মাধ্যমেই সমান তালে ব্যস্ত রয়েছেন তিনি। তবে তাঁর চলচ্চিত্রের চেয়ে অডিও ব্যস্ততা রয়েছে। সম্প্রতি রিলিজ হয়েছে তার সঙ্গীত পরিচালনায় সঙ্গীত শিল্পী ‘রুবেলের’ এ্যালবাম লেজার ভিশনের ব্যানারে। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন শশী, রাজীব, তাসনুভের এ্যালবামের কাজ নিয়ে। পাশাপাশি লতিফুল ইসলামের শিবলী কথা ও সুরে একটি এ্যালবামের কাজ করছেন যেখানে সব কয়টি গানের সঙ্গীত পরিচালনা করবেন তিনি। ইতোমধ্যে তার সঙ্গীত পরিচালনায় রাজিব, মুহিন, সালমা, লুৎফর হাসান ও পুতুলের গাওয়া কয়েকটি গান বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছে। তার সঙ্গীত পরিচালনায় প্রথম গান রেকর্ড হয় ১৯৯৮ সালে। তিনি প্রফেশনালি সঙ্গীত পরিচালনা শুরু করেন ২০০৩ সালে। তিনি বলেন, আমি কোরিয়ান একটা প্রজেক্টের পাঁচশ’ গানের কাজ করেছিলাম। তখন কোরিয়ান অধ্যাপক মিঃ হানের কাছ থেকে আমি সঙ্গীত পরিচালনার অনেক কিছু শিখেছি। এছড়া জাপান বাংলাদেশ ফেন্ডশিপ হসপিটালের জন্য একটি গান করেছিলাম যেটি জাপানের ভাষায় ও বাংলা গানটি গাওয়া হয়। গানটি আন্তর্জাতিকভাবে রিলিজ দেয়া হয়। জিতুর ছোট বেলা থেকেই ছিল গানের প্রতি অপার ভাল লাগা। তিনি খুব ছোট বেলা থেকেই বাবার কাছে গিটার শেখেন। গান নিয়ে জিতু তার স্বপ্নের কথা বলতে গিয়ে বলেন, প্রথমত সঙ্গীত পরিচালক হিসেবে সফলভাবে কাজ করতে চাই। দ্বিতীয়ত আমার একটি ব্যান্ড আছে যার নাম ‘ধারক’। আমাদের এ ব্যান্ডের উদ্দেশ্য হচ্ছে একশ’ বছর আগের পুরনো গানকে নতুন মিউজিকে শ্রোতাদের কাছে উপস্থাপন করা। এরই ধারাবাহিকতায় আমাদের প্রথম এ্যালবাম রিলিজ হয়েছে ‘ধারক’ নামে। এখন দ্বিতীয় এ্যালবামের কাজ চলছে। তিনি আরও বলেন, ভাল কথা ও সুরের কিছু গান করতে চাই। বাংলাদেশের গান যেন দেশের বাইরে ও অনেক জনপ্রিয় হয় আমি সে লক্ষ্যে কাজ করতে চাই।
×