ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মেধাবী মুখ

প্রকাশিত: ০৭:১২, ৩১ মার্চ ২০১৫

মেধাবী মুখ

মাশিয়াত মাশিয়াত ইবনাত তৈষী, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস হাই স্কুল, সূত্রাপুর, ঢাকা থেকে ২০১৪ সালের জেএসসি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। সে মেধা তালিকায় সূত্রাপুর থানা থেকে পঞ্চম স্থান অধিকার করেছে। তার পিতা মোহাম্মদ আলী রেজা আহসান মঞ্জিল জাদুঘরের প্রশাসন শাখায় কর্মরত এবং তার মা শেফালী বেগম একজন গৃহিণী। সে সকলের দোয়াপ্রার্থী। ফারিসা ফারিসা রূমান ডানা। সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গালর্স হাই স্কুল থেকে ২০১৪ সালের জেএসসি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে। সে মেধা তালিকায় সূত্রাপুর থানা থেকে দ্বিতীয় স্থান অধিকার করেছে। তার পিতা মোঃ গোলাম ফারুক আহসান মঞ্জিল জাদুঘরে সংরক্ষণ রসায়নগারের দায়িত্বে আছেন এবং তার মা শাহীন সিদ্দিকা লিপি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সিনিয়র সাপ্লাই এ্যাসিস্ট্যান্ট (স্টোর) পদে দায়িত্ব পালন করছেন। সে সকলের দোয়াপ্রার্থী। লাকসামে শত বছরের পুকুর উদ্ধার সংবাদদাতা, লাকসাম (কুমিল্লা), ৩০ মার্চ ॥ লাকসামে দীর্ঘদিন ভূমিদস্যুদের কবলে থাকা শত বছরের একটি পুরনো পুকুর উদ্ধার করা হয়েছে। উপজেলার নরপাটি গ্রামে উদ্ধারকৃত ১৩২ শতকের পুকুরে সোমবার মাছ ছেড়েছে এলাকাবাসী। দীর্ঘদিন পুকুরটি একটি চক্র মালিক সেজে ভোগদখল করছিল। ইবাইস ভার্সিটিতে স্বাধীনতা দিবস উদ্যাপিত ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ভাইস- চ্যান্সেলর (ডেজিগনেট) প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোঃ হুমায়ূন কবিরের সভাপতিত্বে ইবাইস ইউনিভার্সিটি অডিটোরিয়ামে উদ্যাপিত হয়। অনুষ্ঠানে ইবাইস ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান শওকত আজিজ রাসেল প্রধান অতিথি, ভাইস-চেয়ারম্যান কাওছার এইচ কমেট বিশেষ অতিথি ছিলেন। দিনব্যাপী অনুষ্ঠানে ইংরেজী বিভাগের ছাত্র-ছাত্রী কর্তৃক রচিত দেয়ালিকা ‘বাতায়ন’ উন্মোচন, ২৫ মার্চ কালরাত্রি স্মরণে প্রখ্যাত চলচ্চিত্রকার জহির রায়হান পরিচালিত ‘গণহত্যা-১৯৭১’ ডকুমেন্টারিসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও সব শেষে গেরিলা চলচ্চিত্রটি প্রদর্শিত হয়। -বিজ্ঞপ্তি
×