ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শিশু ও শিক্ষকসহ নিহত ১২

প্রকাশিত: ০৭:০৮, ৩১ মার্চ ২০১৫

শিশু ও শিক্ষকসহ নিহত ১২

জনকণ্ঠ ডেস্ক ॥ টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকচাপায় দুই দাখিল পরীক্ষার্থী নিহত হয়েছে। এছাড়া দশ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র, শ্রমিক, মোটরসাইকেল আরোহী, শিশু, অজ্ঞাত মহিলা ও শিক্ষকসহ দশজন নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতার। টাঙ্গাইল ॥ টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়ক জোকারচরে ট্রাকচাপায় মাদ্রাসার দুই ছাত্রী নিহত হয়েছে। সোমবার দুপুর একটার দিকে বঙ্গবন্ধু সেতু-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার জোকারচরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে অপর তিন ছাত্রীসহ চারজন। গোহালীয়াবাড়ি কেন্দ্রে দাখিল পরীক্ষা শেষে ব্যাটারিচালিত অটোরিক্সা নিয়ে পাঁচজন মাদ্রাসা ছাত্রী বাড়ি ফিরছিল। তাদের বহনকারী অটোরিক্সাটি জোকারচরে আসলে পেছন থেকে একটি মালবাহী ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই পরীক্ষার্থী গোহালিয়াবাড়ী ইউনিয়নের বেলটিয়া গ্রামের আব্দুল্লাহর মেয়ে মর্জিনা আক্তার (১৬), ইলিয়াসের মেয়ে এলিজা আক্তার (১৬) মারা যায়। খুলনা ॥ খুলনার রূপসা সেতুতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী খুলনা মডেল স্কুলের অষ্টম শ্রেণীর এক ছাত্র নিহত হয়েছে। তার নাম অমিত হাসান রাকিন (১৪)। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সেতু অতিক্রম করার সময় মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছে। নিহত ছাত্র খুলনা মহানগরীর নিরালা আবাসিক এলাকার বাসিন্দা। নেত্রকোনা ॥ নেত্রকোনা-পূর্বধলা সড়কের জামতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাত (৫৫) ব্যক্তি নিহত হয়েছে। সোমবার সকালে ওই ব্যক্তির লাশ রাস্তায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানা পুলিশকে খবর দেয়। ট্রাকচাপায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। বলে পুলিশ ধারণা করছে। সীতাকু- ॥ সীতাকু-ে সড়ক দুর্ঘটনায় মোঃ আলাউদ্দিন (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার বারোআউলিয়া শীতলপুর চৌধুরীঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শীতলপুর চৌধুরীঘাটা এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি গাড়ি চাপা দিলে আলাউদ্দীনের ঘটনাস্থলে মৃত্যু হয়। নিহত শ্রমিক স্থানীয় একটি স্টিল মিলে কাজ করতেন এবং তিনি নওগাঁ জেলার মান্দা থানার সেকান্দর আলীর পুত্র। চাঁপাইনবাবগঞ্জ ॥ চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রানিহাটিতে সোমবার দুপুরে ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তি হচ্ছেন শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সাত রশিয়া গ্রামের নাইমুল ইসলামের ছেলে বারিকুল ইসলাম (৩২)। দুপুরে বারিকুল মোটরসাইকেল যোগে নিজ বাড়ি থেকে চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার পথে রানিহাটি বাজার এলাকায় পৌঁছলে পেছন দিক থেকে পণ্যবোঝায় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। নওগাঁ ॥ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁর নিয়ামতপুরে বাস চাপায় ইসরাইল হোসেন (৩৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। উপজেলার আড্ডা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পথচারী চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার শেরপুর পূর্বপাড়া গ্রামের মৃত আফসার আলীর পুত্র। বগুড়া ॥ বগুড়া সদরের গোকুল এলাকায় সোমবার সকালে এক শিশু রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় পিষ্ট হয়ে মারা যায়। তার নাম রিয়াজ (১০)। সে ওই এলাকার মিলনের ছেলে। মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের গজারিয়ার বাউশিয়ায় মেঘনা-গোমতী সেতুর পশ্চিম পাশে কাভার্ড ভ্যানের চাপায় অজ্ঞাতনামা (৩৫) এক মহিলা মারা যান। সোমবার সকালে রাস্তা পার হওয়ার সময় কাভার্ড ভ্যান ঐ মহিলাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। বোয়ালমারী ॥ বাসচাপায় গুরুতর আহত ফরিদপুরের বোয়ালমারী উপজেলার মুড়াইল আখালিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম (সিরাজ মাস্টার) সোমবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। গত ২২ মার্চ বোয়ালমারী পৌরসভা কার্যালয়ের সামনে বাস চাপায় সিরাজ মাস্টার আহত হন। টঙ্গী ॥ টঙ্গীর বাদাম এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে হাসান উদ্দিন (৩০) নামে এক নির্মাণ শ্রমিক মারা গেছেন। সোমবার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে। এলাকার লোকজন জানান, তামিশনা গ্রুপের একটি ভবনের নির্মাণ কাজ চলার সময় দেয়াল ধসে হাসান নামের ওই শ্রমিকের মৃত্যু হয়। নিহত হাসান সেখানে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। নিহত হাসানের পিতার নাম আজগর আলী। টঙ্গীর বাদাম এলাকায় তাদের বাড়ি। কিশোরগঞ্জ ॥ জেলার করিমগঞ্জে পিকআপ ভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরিফ (১৮) নামে এক কিশোর নিহত ও পলাশ (১৬) নামে অপর কিশোর আহত হয়েছে। নিহত আরিফ করিমগঞ্জ পৌরসভার মধ্যপাড়ার কেনু মিয়ার ছেলে বলে জানা গেছে। সোমবার বিকেল সাড়ে ৪টায় কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কের বেপারিপাড়া মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
×