ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইউরো বাছাই ফুটবলে জার্মানির জয়

প্রকাশিত: ০৬:৪৫, ৩১ মার্চ ২০১৫

ইউরো বাছাই ফুটবলে জার্মানির জয়

স্পোর্টস রিপোর্টার ॥ খোলস থেকে বেরিয়ে আসতে শুরু করেছে বিশ্বচ্যাম্পিয়ন জার্মান। ইউরো বাছাই ফুটবলে শুরুতে জড়সড় থাকলেও টানা দুই ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। রবিবার রাতে ‘ডি’ গ্রুপের ম্যাচে জার্মানি ২-০ গোলে হারায় স্বাগতিক জর্জিয়াকে। বিশ্বজয়ীদের হয়ে গোল দুটি করেন মার্কো রিউস ও টমাস মুলার। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল ‘আই’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে। নিজেদের মাঠে পর্তুগাল ২-১ গোলে পরাজিত করে সার্বিয়াকে। চারটি করে ম্যাচ শেষে এই গ্রুপে ৯ পয়েন্ট নিয়ে সবার উপরে ফার্নান্ডো সান্টোসের দল। ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ডেনমার্ক। ব্রাজিল বিশ্বকাপের ফাইনালের পর এই প্রথম জাতীয় দলের হয়ে খেলেছেন মিডফিল্ডার বাস্টিয়েন শোয়েনস্টেইগার। বিশ্বকাপের পর থেকে ইনজুরি সমস্যায় ভুগছিলেন বেয়ার্ন মিউনিখ তারকা। অবশেষে জার্মানির জার্সি গায়ে চাপাতে পেরে বেজায় খুশি শোয়েনস্টেইগার। বাছাইপর্বে পাঁচ ম্যাচ খেলে জার্মানির এটা তৃতীয় জয়। জোয়াকিম লোর দল একটি ম্যাচে হেরেছে ও অন্যটিতে ড্র করেছে। প্রতিপক্ষের মাঠে প্রথামার্ধেই দুই গোলে এগিয়ে যায় জার্মানি। ৩৯ মিনিটে মারিও গোয়েটজের পাস থেকে প্রথম গোল করেন বরুসিয়া ডর্টমুন্ডের ফুটবলার মার্কো রিউস। ৪৪ মিনিটে মেসুত ওজিলের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন ফরোয়ার্ড টমাস মুলার। বিরতির পর আক্রমণ, পাল্টা আক্রমণে ম্যাচ জমে উঠে। কিন্তু কোন দলই সুযোগ কাজে লাগাতে পারেনি। ম্যাচ শেষে জার্মান কোচ জোয়াকিম লো বলেন, বাছাইপর্বে আমাদের শুরুটা ভাল হয়নি। কিন্তু আমরা ঘুরে দাঁড়িয়েছি। টানা দুই ম্যাচ জিতে দলের আত্মবিশ্বাস বেড়েছে। আশা করছি চূড়ান্ত পর্বে খেলতে খুব বেশি সমস্যা হবে না। দারুণ ফর্মে আছে পর্তুগাল। প্রতিযোগিতামূলক ফুটবলে দলটি টানা তিন ম্যাচে জয় পেয়েছে। আলবেনিয়ার কাছে হেরে বাছাইপর্ব শুরু করার পর দায়িত্ব নেয়া কোচ ফার্নান্ডো সান্টোসের অধীনে ইউরোপের ব্রাজিলরা আছে দারুণ ফর্মে। পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিকদের হয়ে দুটি গোলই করেন ডিফেন্ডাররা। ম্যাচের ১০ মিনিটে ফ্যাবিও কোয়েন্ট্রাওয়ের ক্রসে হেড করে দলকে এগিয়ে দেন মোনাকোর খেলোয়াড় রিকার্ডো কারভালহো। ছয় মিনিট পরই সার্বিয়া ম্যাচে সমতা ফেরায়। চেলসির মিডফিল্ডার নেমাঞ্জা মাটিচ করেন গোলটি। কিন্তু বেশিক্ষণ সমতা ধরে রাখতে পারেনি অতিথিরা; ১৮ মিনিটে গোল করে আবার এগিয়ে যায় পর্তুগাল। এবার গোলটি করেন প্রথম গোলের উৎসদাতা কোয়েন্ট্রাও।পরশুর আরেক ম্যাচে জিব্রাল্টারের জালে হাফডজন গোল ঢুকিয়েছে স্কটল্যান্ড। স্কটিশদের হয়ে হ্যাটট্রিক করেন ফ্লেচার। তিনি গোলগুলো করেন ম্যাচের ২৯, ৭৭ ও ৯০ মিনিটে। জোড়া গোল করেন ম্যালোনে। ১৮ ও ৩৪ মিনিটে দুটি গোলই তিনি করেন পেনাল্টি থেকে। নিয়াসমিথ অপর গোলটি করেন ম্যাচের ৩৯ মিনিটে। অন্যান্য ম্যাচে নর্দান আয়ারল্যান্ড ২-১ গোলে ফিনল্যান্ডকে, রোমানিয়া ১-০ গোলে ফ্যারো আইসল্যান্ডকে ও আলবেনিয়া ২-১ গোলে পরাজিত করে আর্মেনিয়াকে। রিপাবলিক অব আয়ারল্যান্ড-পোল্যান্ডের ম্যাচটি ১-১ ও হাঙ্গেরি-গ্রীসের ম্যাচটি গোলশূন্য ড্র হয়।
×