ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ক্রিকেট ব্যক্তিত্ব ও খেলোয়াড়রা যা বললেন

প্রকাশিত: ০৬:৪২, ৩১ মার্চ ২০১৫

ক্রিকেট ব্যক্তিত্ব ও খেলোয়াড়রা যা বললেন

স্পোর্টস রিপোর্টার ॥ শেষ হয়ে গেল বিশ্বকাপ ক্রিকেটের একাদশ আয়োজন। এবার দুই আয়োজক অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ফাইনাল খেলল। ক্রিকেট ইতিহাসে ট্রান্স-তাসমান চিরশত্রু হিসেবে পরিচিত এ দু’দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জিতেছে অসিরাই। পঞ্চমবারের মতো শিরোপা জিতেছে দলটি। তবে ফাইনালে মুখোমুখি হওয়ার আগেই এ লড়াইটা নিয়ে বিশ্বব্যাপী হয়েছে ব্যাপক আলোচনা। কারণ উন্মাদনা ও উত্তেজনা আগে থেকেই বেশি ছিল এ লড়াই নিয়ে। ম্যাচশেষেও সাবেক ক্রিকেট ব্যক্তিত্বরা এবং দলের ক্রিকেটাররা নিজেদের কথা বলেছেন বিভিন্ন প্রতিক্রিয়ায়। বিশ্বকাপ ফাইনাল নিয়ে সে সব মন্তব্য নিয়েই আলোচনা- ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে দিয়েছে ক্রিকেটের অন্যতম বড় মাঠ মেলবোর্নে। এদিন ছিল অসি অধিনায়ক মাইকেল ক্লার্কের শেষ ওয়ানডে। এ বিষয়ে পরে দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান ও ভবিষ্যত অধিনায়ক স্টিভেন স্মিথ বলেন, ‘আমি মনে করি এটা খুবই ভাল বিদায় তার জন্য। আমি আশা করি তিনি শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন।’ দারুণ বোলিংয়ের ধারাবাহিকতা ফাইনালেও ছিল অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্কের। এ বিষয়ে তিনি বলেন, ‘প্রচুর পরিমাণে স্নায়ুচাপ ছিল। যে ডেলিভারিতে ম্যাককুলামকে আউট করেছি সেটা ক্ষুদ্র পরিকল্পনার অংশ ছিল। আমি এবং বোলিং কোচ ম্যাকডারমট এটা নিয়ে আলোচনা করেছি এবং অনেক কাজও করেছি। শেষ পর্যন্ত পরিকল্পনার সঙ্গে কাজের মিল হতে দেখা গেল।’ বিশ্বকাপ জয়ের গর্বিত সদস্য হয়েছেন অসি ওপেনার এ্যারন ফিঞ্চ। দারুণ সন্তুষ্ট ফিঞ্চ বলেন, ‘একজন বাচ্চা অবস্থায় থাকার সময়েও এমন স্বপ্ন দেখে। আর সেটা ঘটে যাওয়া বিশেষ করে এমসিজিতে সত্যিই অসাধারণ বিষয়। আমরা যেভাবে আজ খেলেছি সবারই কৃতিত্ব রয়েছে এর পেছনে।’ দারুণ কিছু করতে চেয়েছিলেন ওপেনার ডেভিড ওয়ার্নার। ৪৬ বলে ৪৫ রান করে ভাল সূচনা দিয়েছেন তিনি। ম্যাচশেষে ওয়ার্নার বলেন, ‘বোলাররা তাদের কাজটা আসলেই খুব ভালভাবে করেছে এবং ভাল একটা সংগ্রহ দিয়েছে তাড়া করার জন্য। সবাইকে ইতিবাচক হতে হবে। সব ম্যাচেই আমরা শতভাগ দিতে পেরেছি এবং সঠিক কাজটাই করতে পেরেছি।’ দলের সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার ছিলেন ব্র্যাড হ্যাডিন। অভিজ্ঞ এ উইকেটরক্ষক বলেন, ‘স্টাফরা আমাদের চ্যালেঞ্জ দিয়েছিলেন নিখুঁত একটা খেলা উপহার দেয়ার জন্য। আমরাও সবচেয়ে বড় পর্যায়ের মঞ্চে সেটা করতে পেরেছি। সবমিলিয়ে দারুণ চারটা সপ্তাহ কেটেছে আমাদের।’ খেলোয়াড় হিসেবে দুই বিশ্বকাপজয়ী এবং এখন কোচ হিসেবে বিশ্বকাপজয়ের গর্বিত ব্যক্তিত্ব এখন ড্যারেন লেহম্যান। তিনি বলেন, ‘দিনকে দিন এ ছেলেরা আপনাকে শুধু সামনের দিকেই নিয়ে যাবে। আর আমরা যে সমর্থন পেয়েছি তা অবিশ্বাস্য।’
×