ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল বিজেপি

প্রকাশিত: ০৬:২৫, ৩১ মার্চ ২০১৫

বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল বিজেপি

বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলটি এখন দাবি করছে তারা চীনের কমিউনিস্ট পার্টিকে ছাড়িয়ে গেছে। খবর আনন্দবাজার পত্রিকার। বিজেপির কেন্দ্রীয় দফতর জানিয়েছে তাদের বর্তমান সদস্য সংখ্যা ৮ কোটি ৮০ লাখের কাছাকাছি। সবকিছু ঠিক থাকলে এ সপ্তাহেই বিজেপি ঘোষণা করবে সদস্য সংখ্যার দিক থেকে তারাই এখন বিশ্বের সবচেয়ে বড়দল। এতদিন সদস্য সংখ্যার দিক থেকে বিশ্বের বৃহত্তম দল হিসেবে পরিচিত ছিল চীনের কমিউনিস্ট পার্টি। তাদের সদস্য ৮ কোটি ৬৭ লাখ। গত নবেম্বরে নরেন্দ্র মোদিকে দলের প্রথম সদস্য করে যে অভিযান শুরু হয় তা শেষ হবে আজ। সদস্য সংগ্রহ অভিযান শেষ হবার পরই জাতীয় বৈঠকে সভাপতি অমিত শাহ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে দলের মোট সদস্যদের সংখ্যা ঘোষণা করবেন। আফগান এমপিকে লক্ষ্য করে বোমা হামলা, নিহত ৩ আফগানিস্তানের রাজধানী কাবুলে এক বিশিষ্ট পার্লামেন্ট সদস্যকে (এমপি) লক্ষ্য করে চালানো রবিবার এক আত্মঘাতী হামলা চালানো হলে ৩ জন নিহত ও অপর ৭ জন আহত হয়েছে। আফগানিস্তান থেকে ধাপে ধাপে মার্কিন সৈন্যদের প্রত্যাহার করবে বলে ওয়াশিংটন ঘোষণা দেয়ার কয়েকদিন পরেই এ হামলার ঘটনা ঘটল। কাবুলের কেন্দ্রস্থলে আফগান নেতৃবৃন্দের একটি সম্মেলনের পর রবিবার বিকেলে এমপি গুল পাশা মাজিদিকে লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। এ ঘটনায় এমপি মাজিদির পা জখম হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাদিক সিদ্দিকি এ ঘটনা নিশ্চিত করেন। এখনও কোন দল এ ঘটনার দায় স্বীকার করেনি। -টাইমস অব ইন্ডিয়া সেলফি প্রেমে কারাবাস থাইল্যান্ড সরকার সেলফিপ্রেমী নারীদের সতর্ক করে বলেছে, তারা বক্ষের সেলফি যেন না তোলেন। যদি কোন নারী এ ধরনের সেলফি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তাহলে তার পাঁচ বছরের জেল হতে পারে। থাইল্যান্ডে ২০০৭ সালে তৈরি সাইবার আইন অনুযায়ী সাধারণ মানুষের কাছে উত্তেজক যে কোন বিষয় নিষিদ্ধ করা হতে পারে। -ওয়েবসাইট কুকুরের জন্যও স্মার্টফোন! মোটোরোলা ‘স্কাউট ৫০০০’ পোষা কুকুরের জন্য এমন এক স্মার্টফোন আনছে, যা মনিবের সঙ্গে তার সর্বক্ষণ যোগাযোগ রাখতে সাহায্য করবে। বিশেষ ‘কলার’-এর সাহায্যে কুকুরের গলায় ঝুলিয়ে রাখা স্মার্টফোনটি তার অবস্থান, গতিবিধি, স্বাস্থ্যজনিত তথ্যসহ সব আপডেটস সরবরাহ করবে মনিবের কাছে। স্মার্টফোনটিতে থাকবে থ্রিজি, ব্লটুথ, ইন্টারনেট সংযোগ, ওয়াইফাই। লাসভেগাসে কনজিউমার ইলেক্ট্রনিক শোতে ফোনটি লঞ্চ করা হয়েছে। জুন মাসে এটি বাজারে আসছে এবং এর দাম ১৯৯ ডলার। -ওয়েবসাইট।
×