ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আইএসের বিস্তার ঘটেছে মার্কিন বিমান হামলা শুরুর পর

প্রকাশিত: ০৬:২৩, ৩১ মার্চ ২০১৫

আইএসের বিস্তার ঘটেছে মার্কিন বিমান হামলা শুরুর পর

ইসলামিক স্টেট (আইএস) জঙ্গীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিমান হামলা শুরু হওয়ার পর থেকে সংগঠনটির বিস্তৃতি বেড়েছে। সিরিয়ার প্রেসিডেন্টে বাশার আল আসাদ। মার্কিন টেলিভিশন এবিসির ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে দেয়া সাক্ষাতকারে এ কথা বলেছেন। সাক্ষাতকারটি রবিবার প্রচারিত হয়েছে। খবর ওয়েবসাইটের। আইএস সিরিয়া ও ইরাকের বিশাল অংশ দখল করে নিয়ন্ত্রণ করছে। আইএসের বিরুদ্ধে গত সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলায় তিনি কতোটা সুফল পাচ্ছেন, এমন প্রশ্নের জবাবে আসাদ বলেছেন, ‘কখনও কখনও’ আপনি স্থানীয়ভাবে লাভবান হতে পারেন, কিন্তু আপনি যদি সামগ্রিকভাবে আইএস প্রসঙ্গে কথা বলতে চান, তাহলে বলতে হবে, বিমান হামলা শুরু হওয়ার পর থেকে আইএসের বিস্তৃতি ঘটেছে।” ২০১১ সাল থেকে কট্টর ইসলামপন্থী জঙ্গী ও অন্য বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছেন আসাদ। তিনি বলেছেন, সিরিয়ায় আইএস প্রতি মাসে ১০০০ জন নতুন সদস্য সংগ্রহ করছে। “ইরাকেরও তাদের সম্প্রসারণ হচ্ছে, লিবিয়ায় এবং অন্যান্য জায়গায়ও। আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত সংগঠনগুলোও আইএসের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে। এই হচ্ছে পরিস্থিতি।’ কোন পরিস্থিতিতে তিনি ক্ষমতা ছাড়তে পারেন, এমন প্রশ্নের উত্তরে আসাদ বলেছেন, “যখন আমার প্রতি জনসমর্থন থাকবে না। যখন আমি সিরিয়ার স্বার্থ ও মূল্যবোধের প্রতিনিধিত্ব করবো না।’ সিরীয়দের মধ্যে তার সমর্থন তিনি কীভাবে নির্ধারণ করেন, এর উত্তরে তিনি বলেন, ‘আমি নির্ধারণ করি না। আমি বুঝতে পারি। আমি অনুভব করি। তাদের সঙ্গে আমার যোগাযোগ আছে।’
×