ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজধানীতে তিনটি পাবলিক টয়লেটের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশিত: ০৬:০৩, ৩১ মার্চ ২০১৫

রাজধানীতে তিনটি পাবলিক টয়লেটের ভিত্তিপ্রস্তর স্থাপন

রাজধানীতে পরিকল্পিত স্যানিটেশন ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগের অংশ হিসেবে রবিবার নাবিস্কো মোড়, তেজগাঁও ট্রাক স্ট্যান্ড ও ফার্মগেট ইন্দিরা রোডে তিনটি পাবলিক টয়লেটের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। নগরীর এসব পাবলিক টয়লেটের নির্মাণকাজ উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক ড. রাখাল চন্দ্র বর্মণ। এ সময় তিনি সকলের জন্য, বিশেষ করে পথচারী ও নিত্যযাত্রীদের জন্য পরিকল্পিত স্যানিটেশন ব্যবস্থা গড়ে তোলার আশা প্রকাশ করেন।Ñবিজ্ঞপ্তি তুরস্ক সফরে বিমানবাহিনী প্রধান বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী স্ত্রী ও একজন সফরসঙ্গীসহ কমান্ডার, তুরস্ক বিমানবাহিনীর আমন্ত্রণে পাঁচ দিনের এক সরকারী সফরে তুরস্কের উদ্দেশে সোমবার ঢাকা ত্যাগ করেছেন। সফরকালে তিনি তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিতব্য ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন এয়ার এ্যান্ড স্পেস পাওয়ার ২০১৫’ এ অংশগ্রহণ করবেন। তাছাড়া তিনি তুরস্ক বিমানবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। -আইএসপিআর
×