ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বন্ধন দৃঢ় করে ট্র্যাজিক সিনেমা

প্রকাশিত: ০৫:৩৭, ৩১ মার্চ ২০১৫

বন্ধন দৃঢ় করে ট্র্যাজিক সিনেমা

দুই বান্ধবী মিলে সিনেমা দেখতে গিয়ে যদি দুঃখের সিনেমা হয়, তখন তারা আরও বেশি পরস্পরের কাছাকাছি আসে, এমনটাই জানা গেছে সাম্প্রতিক এক গবেষণায়। সিনেমার মজার দৃশ্যগুলো দেখে তারা উভয়ই মজা পায়, কিন্তু দুঃখের দৃশ্যগুলো তাদের বেশি মাত্রায় আবেগী করে তোলে এবং সেই আবেগ দু’জন নারীকে পরস্পরের অতি কাছে নিয়ে আসে। সিনেমার কান্নাকাটির দৃশ্য দেখে নারীরা চোখের পানি ফেলে না, এমন ঘটনা খুব কমই আছে। কিন্তু তাদের এই কান্নাকাটিরও একটি ইতিবাচক দিক আছে তাই খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা সাম্প্রতিক এক গবেষণায়। ব্রিটেনের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ত্রিশ জোড়া নারী যারা পরস্পরের বান্ধবী, তাদের ওপর পরীক্ষা নিরীক্ষা-চালিয়ে এই সিদ্ধান্তে এসেছেন যে, দুঃখের সিনেমা তাদের বন্ধনকে আরও বেশি দৃঢ় করে। বিজ্ঞানীরা এই গবেষণা চালানোর জন্য প্রত্যেকের মাথায় একটি করে ব্রেন স্ক্যানার স্থাপনা করেছিলেন এবং এর মধ্য দিয়ে সিনেমা চলাকালীন সময়কার প্রতিটি প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা এই বিষয়ে নিশ্চিত হয়েছেন। কার্ডিফ ইউনিভার্সিটির গবেষক দলের সদস্য মনোবিজ্ঞানী জব ভ্যান ডের সাল্ক বলেন, ‘আমরা গবেষণায় দেখি যে, নারীরা দুঃখের সিনেমা দেখে বেশি মাত্রায় আবেগী হয়ে পড়ে এবং বান্ধবীর সঙ্গে ভাব বিনিময়ের মধ্যে দিয়ে তারা পরস্পরের আরও বেশি কাছাকাছি আসে যা ইতিবাচক।’ ডেইলি মেইল অবলম্বনে আরিফুর সবুজ
×