ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিরিয়া যুবদল ৪- ভারত যুবদল

সিরিয়ার কাছে নাকাল ভারত

প্রকাশিত: ০৫:৪২, ৩০ মার্চ ২০১৫

সিরিয়ার কাছে নাকাল ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রবিবার ‘এএফসি অনুর্ধ-২৩ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্ব’ ‘ই’ গ্রুপে দিনের প্রথম ম্যাচে মধ্যপ্রাচ্যের সিরিয়া যুবদল মুখোমুখি হয় সাফ অঞ্চলের ভারত যুবদল। ভারতকে ৪-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় কুড়িয়ে নিল ‘কাশিয়ান ঈগলস’ খ্যাত সিরিয়া। ম্যাচের প্রথমার্ধে তারা এগিয়ে ছিল ২-০ গোলে। গত শুক্রবার নিজেদের প্রথম ম্যাচে একই ব্যবধানে স্বাগতিক বাংলাদেশ যুবদলকে হারিয়ে শুভসূচনা করেছিল। রবিবারের জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে আরও একধাপ এগিয়ে গেল বর্তমানে যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া (অন্তত গ্রুপ রানার্সআপ হওয়াটা নিশ্চিত হলো তাদের)। দুই খেলায় তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। আর ‘ওয়ারিয়র্স হিন্দু’ খ্যাত ভারত তাদের প্রথম ম্যাচে হারে উজবেকিস্তানের কাছে ২-০ গোলে। দুই খেলায় শূন্য পয়েন্ট ভারতের। ফলে মূলপর্বে কোয়ালিফাই করার আশা শেষ হয়ে গেল তাদের। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত একই ছন্দে খেলে ভারত দলকে ছিন্ন ভিন্ন করে দেয় সিরিয়া যুবদল। ১৫ মিনিটে ফরোয়ার্ড নাসৌহ নাকদাহলির পাস থেকে মিডফিল্ডার মাহমুদ আলমাওয়াস দারুণ শটে গোল করে এগিয়ে দেন সিরিয়াকে (১-০)। ৪৫ মিনিটে চমৎকার হেড থেকে গোল করে দলকে আবারও এগিয়ে নেন মিডফিল্ডার ওমর খারবিন (২-০)। ৬০ মিনিটে ডি-বক্সের ভেতর ঢুকে মাহমুদ যে গড়ানো ক্রস দেন, তা থেকে আরেকটি গোল করেন খারবিন (৩-০)। ৮১ মিনিটে আলমাওয়াসও নিজের জোড়া গোল করেন (৪-০)। ৭০ মিনিটে ফাউল করে খেলার জন্য কিরগিজস্তানের রেফারি তিমুর ফাইজুলিন লালকার্ড দেখান ভারতের ডিফেন্ডার শঙ্কর সামপিনগিরাজকে। ফলে শেষ ২০ মিনিট দশজন নিয়ে খেলতে হয় ভারতকে। ভারতের কোচ সাভিও পি মেদেইরা এ ম্যাচের আগে বলেছিলেন, ‘সিরিয়া ভাল দল। তারা সম্প্রতি বিভিন্ন দেশে গিয়ে বিভিন্ন প্রস্তুতিমূলক ম্যাচ খেলেছে। সাফল্যও আছে। অবশ্যই তারা শক্তিশালী। তারপরও আমরা তাদের সঙ্গে লড়াই করে ভাল কিছুর করার চেষ্টা করব।’ দলের ডিফেন্ডার এবং কলকতার বাঙালী ফুটবলার (মোহনবাগানে খেলেন) প্রীতম কোটাল বলেছিলেন, ‘কোচ আমাদের যা শিখিয়েছেন, তা ঠিকমতো মাঠে প্রয়োগ করতে পারলে ভাল ফল আসবে। এ জন্য আমাদের চেষ্টার কোন কমতি থাকবে না। প্রথম ম্যাচে উজবেকিস্তানের সঙ্গে ভাল খেলেও শেষের দিকে গিয়ে বাজেভাবে দুটো গোল খেয়ে হেরে যাই। এ জন্য আমরা আপসেট। তবে সেটা এখন কাটিয়ে সামনের ম্যাচের দিকে তাকাতে চাই। আশা করি প্রথম ম্যাচের ভুল দ্বিতীয় ম্যাচে হবে না।’
×