ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চাঁদাবাজি বন্ধে মোবাইল ব্যাংকিং

প্রকাশিত: ০৫:১৬, ৩০ মার্চ ২০১৫

চাঁদাবাজি বন্ধে মোবাইল ব্যাংকিং

অর্থনৈতিক রিপোর্টার ॥ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে যে চাঁদাবাজি হয় তা বন্ধ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গবর্নর নাজনীন সুলতানা। রাজধানীর একটি হোটেলে রবিবার আল আরাফাহ ইসলামী ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা ‘হ্যালোক্যাশ’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, মোবাইল ব্যাংকিং যেমন সাধারণ মানুষের জন্য লেনদেনে যুগান্তকারী পদক্ষেপ, তেমনি এর নেতিবাচক দিকও রয়েছে। অভিযোগ পাওয়া যাচ্ছে মোবাইল ব্যাংকিং সুবিধাকে কাজে লাগিয়ে চাঁদাবাজরা কার্যক্রম পরিচালনা করছে। মানুষকে হয়রানি করা বন্ধ করতে মোবাইলে চাঁদাবাজি বন্ধ করা হবে। তিনি আরও বলেন, ন্যাশনাল পেমেন্ট সুইচ (এনপিএস), পজ মেশিন ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে আগামীতে এক কার্ড দিয়েই সব ব্যাংকের সেবা গ্রহণ করা যাবে।
×