ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্পেন বিদ্যুত খাতে বিনিয়োগ করতে চায়

প্রকাশিত: ০৫:১৬, ৩০ মার্চ ২০১৫

স্পেন বিদ্যুত খাতে বিনিয়োগ করতে চায়

স্টাফ রিপোর্টার ॥ স্পেন বাংলাদেশে বিদ্যুত, অবকাঠামো, বর্জ্য ব্যবস্থাপনা ও পানি ব্যবস্থাপনায় বিনিয়োগ করতে চায়। রবিবার বিকেলে সচিবালয়ে বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে দেখা করে স্পেনের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইগনাসিও ইভানেজ রুবিও বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশের বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আগামী এপ্রিলের মধ্যে স্পেন সফর করতে পারেন। এ সময় বাংলাদেশে বায়ু বিদ্যুত স্থাপন ও সম্ভাবনার ব্যপারে একটি সমঝোতা স্মারক সই হতে পারে। ৭ সদস্যের প্রতিনিধি দল নিয়ে বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে দেখা করে স্পেনের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইগনাসিও ইভানেজ রুবিও। বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ছাড়াও বিদ্যুত সচিব মনোয়ার ইসলাম, জ্বালানি সচিব আবু বক্কার সিদ্দিকী, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেইনসহ নিয়ে বিদ্যুত, জ্বালানি ও খনিজ বিভাগের গুরুত্বপূর্ণ কর্মকর্তা। বৈঠকে স্পেনের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইগনাসিও ইভানেজ রুবিও বলেন, বাংলাদেশের বিদ্যুতখাতে স্পেন বিনিয়োগ করতে চায়। এ ছাড়া অবকাঠামো, বর্জ্য ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনায় আমাদের বিনিয়োগের আগ্রহ রয়েছে। এর বাইরে আর কোন খাতে বাংলাদেশে বিনিয়োগ করা যেতে পারে তা সুনির্দিষ্ট করে বাংলাদেশের পক্ষ থেকে আমাদের জানাতে পারেন। বৈঠক সূত্রে জানা গেছে, বাংলাদেশের বায়ু ও সৌর বিদ্যুতের সম্ভাবনার ব্যপারে স্পেনের সহযোগিতা চাওয়া হয়েছে।
×