ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কক্সবাজারে বৌদ্ধদের শ্মশান কেটে মৎস্য ঘের

প্রকাশিত: ০৪:০২, ৩০ মার্চ ২০১৫

কক্সবাজারে বৌদ্ধদের শ্মশান কেটে  মৎস্য ঘের

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ বৌদ্ধদের শ্মশানে যাতায়াতের পথ কেটে মৎস্য ঘের তৈরি করার অভিযোগ পাওয়া গেছে। চকরিয়া হারবাং রাখাইন পাড়ার দক্ষিণ বনবিহার বৌদ্ধ শ্মশানের পথ কেটে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মুরাদ উদ্দিন এ মৎস্য ঘের তৈরি করে চলছে বলে জানা গেছে। প্রধান সড়কের উত্তর দিকে হারবাং রাখাইন পাড়ায় বৌদ্ধদের শ্মশানে যাতায়াতের একটি পথ যুগ যুগ ধরে ব্যবহার করে আসছিল বৌদ্ধ ধর্মাবলম্বীরা। ওই পথটি কেটে আ’লীগ নেতা মুরাদ মৎস্য ঘের তৈরি করে দখলে নেয়ায় পথটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। শ্মশানের উত্তর পাশে মৎস্য ঘের করায় সড়কটিও ভেঙ্গে যাচ্ছে। মৎস্য ঘেরের পূর্ব পাশে মাত্র তিন ফুটের একটি সরু পথ রাখা হলেও ওই পথ দিয়ে মরদেহ নেয়া সম্ভব নয় বলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বৌদ্ধরা উর্ধতন মহলের হস্তক্ষেপ কামনা করেছেন। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই, তবে খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।
×