ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গফরগাঁওয়ে মাদক বিক্রি নিয়ে সংঘর্ষ আহত ১১

প্রকাশিত: ০৪:০০, ৩০ মার্চ ২০১৫

গফরগাঁওয়ে মাদক বিক্রি নিয়ে সংঘর্ষ আহত ১১

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ময়মনসিংহ, ২৯ মার্চ ॥ গফরগাঁওয়ে মাদক প্রতিরোধে আলোচনা সভাকে কেন্দ্র করে মাদক কারবারিরা স্থানীয় বায়তুল মামুর জামে মসজিদ ও পৌর যুবদল সভাপতি সাইফুল ইসলাম রিপনের বাড়িতে হামলা করে। পরে এলাকাবাসীর সঙ্গে তাদের ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৭ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২ জনকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটে শনিবার রাত ৯টার দিকে পৌরশহর সংলগ্ন সালটিয়া ইউনিয়নের ষোলহাসিয়া গ্রামে। জানা গেছে, উপজেলার সালটিয়া ইউনিয়নের ষোলহাসিয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে স্বপন মিয়ার নেতৃত্বে একটি সিন্ডিকেট দীর্ঘদিন এলাকায় ইয়াবা, ফেনসিডিল, নেশা জাতীয় ইঞ্জেকশনসহ বিভিন্ন প্রকারের মাদক বিক্রি করে আসছিল। এতে পৌর শহরসহ সালটিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের স্কুলগামী উঠতি বয়সের তরুণরা এই মরণ নেশায় আসক্ত হয়ে পড়ে। এমনকি এলাকার দরিদ্র শ্রেণীর মহিলারাও প্রলুব্ধ হয়ে এর সঙ্গে জড়িয়ে পড়ে। স্বপন মিয়া একাধিকবার পুলিশের হাতে আটক হয় ও জেল খাটে। ছাড়া পাওয়ার পর পুনরায় এ ব্যবসা শুরু করে। এতে উদ্বিগ্ন এলাকাবাসী পৌর যুবদল সভাপতি সাইফুল ইসলাম রিপনের উদ্যোগে গত শুক্রবার স্থানীয় ইউপি চেয়ারম্যান শহিদুর রহমানসহ এলাকাবাসী ষোলহাসিয়া বাইতুল মামুর জামে মসজিদে জুমার নামাজ শেষে মাদকবিরোধী আলোচনা ও দোয়ার আয়োজন করে। পরে শনিবার সন্ধ্যায় মাদক ক্রয় করতে এলে ক্ষুব্ধ এলাকাবাসী অজ্ঞাত এক মাদকসেবীকে মারধর করে তাড়িয়ে দেয়।
×