ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুলিশ লক্ষ্য করে অস্ত্র তাক ॥ রাজশাহীতে তিন যুবক আটক

প্রকাশিত: ০৩:৫৮, ৩০ মার্চ ২০১৫

পুলিশ লক্ষ্য করে অস্ত্র তাক ॥ রাজশাহীতে  তিন যুবক  আটক

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পুলিশকে লক্ষ্য করে অস্ত্র ‘তাক’ করায় রাজশাহীতে ফেঁসে গেছে তিন যুবক। পুলিশের ছোড়া শটগানের গুলিতে আহত হয়েছে তারা। গুলিবিদ্ধ তিনজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দিবাগত রাতে নগরীর কাশিয়াডাঙ্গা চেকপোস্টে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, চেকপোস্টে পরীক্ষা করার সময় যুবকরা অস্ত্র বের করার চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে তারা আহত হয়। গুলিবিদ্ধ তিন যুবক হলেন, রাজশাহী নগরের কাজীহাটা এলাকার পারভেজ, রাজশাহী কলেজের পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শুভ ও নর্দার্ন ইউনিভার্সিটির বিবিএ’র শিক্ষার্থী তুষার। আহত ওই তিন যুবককে স্থানীয়রা ছাত্রলীগের কর্মী হিসেবে চিহ্নিত করলেও এ ঘটনার পর ছাত্রলীগের কয়েক নেতা হাসপাতালে গিয়ে বলেন, এরা ছাত্রলীগের কেউ নয়। রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ বলেন, রাজশাহী কলেজের ছাত্র শুভ আমাদের কর্মসূচীতে মাঝে মাঝে আসত। তবে তিনি ছাত্রলীগের কেউ নন। বাকি দুজনও ছাত্রলীগের সঙ্গে জড়িত নয়।
×