ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কক্সবাজারে পাহাড় কেটে মাটি লুটের প্রতিযোগিতা

প্রকাশিত: ০৩:৫৭, ৩০ মার্চ ২০১৫

কক্সবাজারে পাহাড় কেটে মাটি লুটের প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ রামুর ধোয়াপালং এলাকায় পাহাড় ও টিলা কেটে মাটি বিক্রির প্রতিযোগিতা চলছে। নতুন ব্রিজের উত্তর ও পূর্ব পাশে পরিবেশ আইন উপেক্ষা করে সংঘবদ্ধ ভূমিদস্যু ও অসাধু ব্যক্তিরা পাহাড়-টিলা কর্তন করে ডাম্পার ভর্তি মাটি বিভিন্ন স্থানে বিক্রি করে চলছে। জানা যায়, রামু দক্ষিণ খুনিয়াপালং এলাকার চিহ্নিত ভূমিদস্যু ও অসাধু ব্যবসায়ী নূর আহম্মদের নেতৃত্বে আলী, আবুল কালাম, হাবিবুর বশর, নূরুল বশর ও পেটান আলী প্রতিদিন বহু শ্রমিক দিয়ে সরকারী সংরক্ষিত পাহাড়-টিলা কর্তন করে ডাম্পার গাড়ি ভর্তি মাটি ও বালু লুটের ফলে একদিকে সরকার বঞ্চিত হচ্ছে লাখ লাখ টাকা রাজস্ব থেকে, অপরদিকে প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট, বন উজাড়, মাটি অণুজীবের ক্ষতি, বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী প্রজাতির আবাসস্থল ত্যাগ ও জীববৈচিত্র্য বিলুপ্তসহ পরিবেশ-প্রতিবেশ ধ্বংস হচ্ছে। স্থানীয়রা জানান, অব্যাহত পাহাড় ও পাহাড়ী বন ধ্বংসের কারণে মাটির উপরিভাগ নষ্ট হয়ে ফসল উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি ভূমি ক্ষয় খাল-বিল ও নদী-নালা ভরাট হওয়ার আশঙ্কা রয়েছে। পাহাড় কর্তন করে ট্রাক ভর্তি মাটি ও মেশিন বসিয়ে বালু উত্তোলন করে পরিবেশ ও জীবন বিনষ্ট করার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে গ্রামবাসী জেলা প্রশাসক বরাবরে অভিযোগ দাখিল করেছে। জেলা প্রশাসক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রামু উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দিয়েছেন। কক্সবাজার পরিবেশ সাংবাদিক ও স্বাস্থ্য কল্যাণ পরিষদ নেতৃবৃন্দ অবিলম্বে ওই এলাকায় পাহাড়-টিলা কর্তন ও মাটি-বালি বিক্রি বন্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জোর দাবি জানিয়েছেন।
×