ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুক্তিযুদ্ধভিত্তিক গীতিনৃত্যালেখ্য ‘স্বাধীনতা সংগ্রাম’

প্রকাশিত: ০৩:৩৯, ৩০ মার্চ ২০১৫

মুক্তিযুদ্ধভিত্তিক গীতিনৃত্যালেখ্য  ‘স্বাধীনতা সংগ্রাম’

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মুক্তিযুদ্ধকে উপজীব্য করে নির্মিত হয়েছে ‘স্বাধীনতা সংগ্রাম’ শীর্ষক গীতিনৃত্যালেখ্য। কোলকাতার মঞ্জির সেন্টার ফর ড্যান্স কালচারের প্রযোজনায় এ গীতিনৃত্যালেখ্যটি নির্দেশনা দিয়েছেন মালঞ্চ ঘোষ। কেন্দ্রীয় গণ-গ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় এ গীতিনৃত্যালেখ্যটির এক বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাংস্কৃতিক সংগঠন বহ্নিশিখা আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এ গীতিনৃত্যালেখ্যটি প্রদর্শীত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার সন্দীপ চক্রবর্তী। আলোচনাপর্বে সভাপতিত্ব করবেন সংগঠনটির সভাপতি গোলাম কুদ্দুছ। সংগঠনের সভাপতি গোলাম কুদ্দুছ জানান, ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধ পর্যন্ত এই স্পর্শকাতর বিষয় নিয়ে কলকাতার একটি সংগঠন এ গীতিনৃত্যালেখ্যটি তৈরি করেছে। আমি মনে করি, আমাদের দেশের দর্শক ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষের জন্য এ এক বিশেষ অভিজ্ঞতা এনে দেবে।
×