ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নোবেলের শেষ উইল

প্রকাশিত: ০৩:৩৯, ৩০ মার্চ ২০১৫

নোবেলের শেষ উইল

আলফ্রেড নোবেলের শেষ উইল এবং দলিল প্রদর্শিত হচ্ছে সুইডেনের একটি প্রদর্শনীতে। ১৮৯৫ সালে লেখা নোবেলের এই উইলের আসল কপিটি প্রকাশ্যে আনে স্টকহোমের নোবেল ফাউন্ডেশন। তার এই উইলে সুইডেনের ইতিহাস এবং নোবেল সম্মান দেয়ার কথা লেখা রয়েছে। এই প্রদর্শনীর নাম দেয়া হয়েছে ‘লিগ্যাসি’। একটি হলুদ রঙের কাগজে কালো কালি দিয়ে ২৬টি লাইনে নোবেল তার শেষ ইচ্ছার কথা লিখে গিয়েছিলেন । মার্চে শুরু হওয়া এই প্রদর্শনী মের শেষ পর্যন্ত চলবে। - এএফপি
×