ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্থলসীমান্ত চুক্তির সংশোধনী নিয়ে অসমে ক্ষোভ

প্রকাশিত: ০৩:৩৯, ৩০ মার্চ ২০১৫

স্থলসীমান্ত চুক্তির সংশোধনী নিয়ে অসমে ক্ষোভ

স্থলসীমান্ত চুক্তির সংশোধনী নিয়ে অসমবাসীর ক্ষোভের মুখে সাবধানে এগোতে চাইছে ভারতের কেন্দ্রীয় সরকার। পরিস্থিতি খতিয়ে দেখতে আগামী মে মাসে করিমগঞ্জ ও ধুবুরির বিতর্কিত এলাকা পরিদর্শন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তার আগে এপ্রিলে বিজেপি সভাপতি অমিত শাহও অসমে যাবেন। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যের ছয়টি উপজাতিকে তফসিলভুক্ত উপজাতির মর্যাদা দেয়ার বিষয়টি নিয়ে যেমন সাবধানে এগোচ্ছে বিজেপি, তেমনই স্থলসীমান্ত চুক্তির সংশোধনী নিয়েও কোন তাড়াহুড়ো করতে চাইছে না নরেন্দ্র মোদীর সরকার। লোকসভা নির্বাচনের আগে রাজ্যের ছয়টি জনগোষ্ঠীকে ‘এসটি’ হিসেবে ঘোষণা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন খোদ নরেন্দ্র মোদী। রাজনাথ সিং অসমে দাঁড়িয়ে ঘোষণা করে গিয়েছিলেন, রাজ্যের মাটি কোনভাবেই বাংলাদেশকে দেয়া হবে না। গড়তে দেয়া হবে না বৃহৎ নদীবাঁধও। -আনন্দবাজার পত্রিকা
×