ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৫ জঙ্গী নিহত

প্রকাশিত: ০৩:৩৮, ৩০ মার্চ ২০১৫

পাকিস্তানে নিরাপত্তা  বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৫  জঙ্গী নিহত

পাকিস্তানের তিরা উপত্যকার খাইবার উপজাতি এলাকায় শনিবার সৈন্যদের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৫ জঙ্গী নিহত ও চার সেনা আহত হয়েছে। খবর ডন। আইএসপিআর এক বিবৃতিতে জানায়, রবিবার সকালে মস্তাক এলাকায় একটি সেনা পোস্টে ৩৫ অস্ত্রধারী হামলা চালায়। সেনা পোস্টে মোতায়েনরত অস্ত্রধারী হামলাকারীদের ঘিরে ফেলে। দু’পক্ষের মধ্যে প্রচ- বন্দুকযুদ্ধে ১৫ সন্ত্রাসী নিহত হয় এবং জঙ্গীদের হামলা প্রতিহত করে দেয়া হয়। বিবৃতিতে আরও বলা হয়, সন্ত্রাসীরা অস্ত্রসহ তাদের ১০ সহযোগীর মৃতদেহ ফেলে গেছে। সেনাবাহিনী লাশগুলো তাদের হেফাজতে নিয়েছে। লাশগুলো জামরুদে শাহ কাসের লেভিস সেন্টারে আনা হয়। পেশোয়ারে সামরিক হাসপাতালে আহত চার সেনাকে নিয়ে যাওয়া হয়। গত সপ্তাহে কুকিখেল, সিপাহ, আক্কাখেল ও কামার খেল এলাকাগুলোতে নিষিদ্ধ জঙ্গী গোষ্ঠী লস্কর-ই-ইসলাম ও তালেবানের সন্দেহজনক নিরাপদ স্থানগুলোতে সামরিক বিমান ও হেলিকপ্টারের বোমা হামলার পর এ এলাকায় এটাই প্রথম স্থল লড়াই।
×