ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সংস্কার কর্মসূচী নিয়ে ৩শ’ কোটি ইউরো সংগ্রহ করবে গ্রীস

প্রকাশিত: ০৩:৩৮, ৩০ মার্চ ২০১৫

সংস্কার কর্মসূচী নিয়ে ৩শ’ কোটি ইউরো সংগ্রহ করবে গ্রীস

গ্রীসের আন্তর্জাতিক ঋণদাতারা চলতি সপ্তাহান্তে দেশটির সংস্কার কর্মসূচী নিয়ে বিচার-বিবেচনা করবে। তখন তারা দেউলিয়া হয়ে পড়ার হাত থেকে বাঁচতে হলে দেশটির জন্য অপরিহার্য তহবিল চূড়ান্তভাবে ছাড় করা হবে কিনা, সেই সিদ্ধান্ত নেবে। খবর টেলিগ্রাফ অনলাইনের। এথেন্সের কৃচ্ছ্রনীতি বিরোধী সরকার এ্যালকোহল ও সিগারেটের ওপর লেভির পরিমাণ বাড়িয়ে কর ফাঁকি দমন করে এবং কয়েকটি বিরাষ্ট্রীয়করণ কর্মসূচী চালিয়ে গিয়ে ৩০০ কোটি ইউরো আদায়ের পরিকল্পনা করছে। শুক্রবার রাতে সরকার তাদের পরিকল্পনা পেশ করার পর এখন আশা করছে, ইউরোপের ঋণদাতারা শেষ পর্যন্ত গ্রীসকে বেল-আউট অর্থ বাবদ ৭২০ কোটি ইউরো দিতে সম্মত হবে। গ্রীসকে সরকারী ব্যয় মেটাতে হলে এ অর্থ জরুরীভাবেই প্রয়োজনীয়। দেশটির বেল-আউট কর্মসূচী সম্পূর্ণ করার ক্ষেত্রে অগ্রগতি স্থবির হয়ে পড়ে। কারণ এথেন্সের অর্থনৈতিক সংস্কারের প্রস্তাবগুলো নিয়ে এর ঋণদাতারা হতাশ হয়েছিল। এ কর্মসূচীর মেয়াদ গত মাসে চার মাসের জন্য বাড়ানো হয়। কিন্তু গ্রীক প্রধানমন্ত্রী আলেক্সিম সিúরাস জোর দিয়ে বলেন যে, তার সরকার মজুরি, চাকরি বা পেনসন, ছাঁটাই করতে মন্দা ডেকে আনতে পারে এমন কোন ব্যবস্থা কার্যকর করবে না।
×