ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যান্ত্রিক ত্রুটি

বিমানের সিঙ্গাপুর ফ্লাইট অল্পের জন্য রক্ষা

প্রকাশিত: ০৭:৪৩, ২৯ মার্চ ২০১৫

বিমানের সিঙ্গাপুর ফ্লাইট অল্পের জন্য রক্ষা

স্টাফ রিপোর্টার ॥ বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল বিমানের সিঙ্গাপুর ফ্লাইট। শনিবার রাতে যান্ত্রিক ত্রুটির কারণে হযরত শাহজালাল বিমানবন্দরে জরুরী অবতরণ করে বিমানের ০৮৫ ফ্লাইট। আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এএসপি মোতাজ্জর হোসেন জানান, সিঙ্গাপুর থেকে চট্টগ্রাম হয়ে ঢাকাগামী ওই ফ্লাইট সন্ধ্যা সাড়ে ছয়টায় শাহজালালে অবতরণের সিডিউল ছিল। চট্টগ্রাম থেকে ঢাকায় রওনা হওয়ার পর পাইলট দেখতে পান ইঞ্জিনে আগুনের ফুলকির মতো বিপদ সঙ্কেত। এ অবস্থায় তিনি ফায়ার ওয়ার্নিং দিলে শাহজালালে ফায়ার সার্ভিসের টিম দ্রুত রানওয়ের কাছাকাছি যে কোন দুর্ঘটনা মোকাবেলার প্রস্তুতি নেয়। অবশ্য পাইলট শেষ পর্যন্ত বিমানটিকে নিরাপদেই অবতরণ করাতে সক্ষম হন। এরপর ফ্লাইটটিকে নিয়ে যাওয়া হয় বিমানের নিজস্ব হ্যাঙ্গারে। জানতে চাইলে পরিচালক (প্রকৌশল) উইং কমান্ডার আসাদুজ্জামান জানান, ফ্লাইটটি নিরাপদেই অবতরণ করেছে। যাত্রীদের কোন ক্ষতি হয়নি। সবাই নিরাপদেই উড়োজাহাজ থেকে বের হয়ে এসেছেন। তবে উড়োজাহাজের কী ক্ষতি হয়েছে সেটা না দেখে বলা যাবে না।
×