ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কারাগারে বুকে ব্যথা নাদিম মোস্তফাকে রামেক হাসপাতালে ভর্তি

প্রকাশিত: ০৬:১৪, ২৯ মার্চ ২০১৫

কারাগারে বুকে ব্যথা নাদিম মোস্তফাকে রামেক হাসপাতালে ভর্তি

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বিএনপির রাজশাহী জেলা সভাপতি সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট নাদিম মোস্তফা বুকে ব্যথা নিয়ে কারাগার থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার দুপুর ১২টার দিকে কারা কর্তৃপক্ষ তাকে হাসপাতালে ভর্তি করে। রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার শাহাদত হোসেন জানান, নাদিম মোস্তফা হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। কারা হাসপাতালের চিকিৎসকরা তাকে দেখে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগে পাঠানোর পরামর্শ দেন। চিকিৎসকরা যদি মনে করেন, তবে রামেক হাসপাতালে তার চিকিৎসা চলবে বলে জানান জেলার শাহাদাত হোসেন। রাজশাহীর সাবেক সংসদ সদস্য নাদিম মোস্তফার স্ত্রী নুরুন্নাহার পারুল জানান, বেশ কিছু দিন ধরেই অসুস্থ। তাঁর হার্টের ব্লক ছিল। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপও রয়েছে তাঁর। গত ১৯ জানুয়ারি রাজধানী ঢাকার গুলশানের বাসা থেকে যৌথবাহিনীর সদস্যরা নাশকতার মামলায় বিএনপি নেতা নাদিম মোস্তফাকে গ্রেফতার করে। পরে তাঁকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। তার নামে ঢাকা ও রাজশাহীতে তিনটি নাশকতার মামলা হয়েছে।
×