ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফরিদপুরে কুড়িয়ে পাওয়া স্বর্ণালঙ্কার ফিরিয়ে দিলেন উপজেলা চেয়ারম্যান

প্রকাশিত: ০৬:১৩, ২৯ মার্চ ২০১৫

ফরিদপুরে কুড়িয়ে  পাওয়া স্বর্ণালঙ্কার ফিরিয়ে দিলেন  উপজেলা  চেয়ারম্যান

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৮ মার্চ ॥ সদর উপজেলা পরিষদের সামনের রাস্তায় কুড়িয়ে পাওয়া ২০ ভরি স্বর্ণালঙ্কার ভর্তি ব্যাগ তার মালিককে ফিরিয়ে দিলেন সদর উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা খন্দকার মোহতেশাম হোসেন এবং জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোকাররম মিয়া। স্বর্ণালঙ্কারের মালিক ঢাকার মিরপুরের মোঃ মনিরুজ্জামারেন স্ত্রী সেলিনা আক্তার (৩২)। জানা গেছে, ওই দম্পতি শুক্রবার ফরিদপুর শহরের আলীপুর এলাকায় একটি বাড়িতে বিয়ের দাওয়াত খেয়ে রাত ১০টার দিকে প্রাইভেটকার যোগে ঢাকায় ফিরছিলেন। পথিমধ্যে সদর উপজেলা পরিষদের সামনে গাড়িটির পেছনের ডালা খুলে স্বর্ণালঙ্কারের ব্যাগসহ দুইটি ব্যাগ পড়ে যায়। ওই সময় সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন এবং জেলা আওয়ামী লীগ নেতা মোকাররম মিয়া ওই এলাকা দিয়ে যাওয়ার সময় ব্যাগ দুটি কুড়িয়ে পান। তারা ব্যাগ খুলে তার মধ্যে মধ্যে স্বর্ণালঙ্কার ও মুঠোফোন দেখতে পান। পরে সেই মুঠোফোন দিয়ে মালিকের সঙ্গে যোগাযোগ করেন। শনিবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে আওয়ামী লীগ নেতারা স্বর্ণালঙ্কারসহ দুটি ব্যাগ মালিককে ফিরিয়ে দেন।
×