ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দুর্নীতির বিরুদ্ধে শপথ পাঠ ॥ মানববন্ধন

প্রকাশিত: ০৬:১২, ২৯ মার্চ ২০১৫

দুর্নীতির বিরুদ্ধে শপথ পাঠ ॥ মানববন্ধন

জনকণ্ঠ ডেস্ক ॥ ‘সবাই মিলে শপথ করি দুর্নীতিবাজদের ঘৃণা করি’ এই সেøাগান নিয়ে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে শনিবার বিভিন্ন স্থানে মানববন্ধন, আলোচনা সভা ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। চাঁপাইনবাবগঞ্জ ॥ দুর্নীতিবিরোধী তরুণ সমাবেশ, দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বক্তৃতা ও আলোচনা সভা শনিবার চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এই কর্মসূচীর আয়োজন করে। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ড. সিরাজ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখে রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা রাজশাহীর উপ-পরিচালক খায়রুল হুদা, চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মসিউল করিম বাবু প্রমুখ। ঠাকুরগাঁও ॥ দুর্নীতি প্রতিরোধে শনিবার সম্মিলিতভাবে শপথ বাক্য পাঠ করেছে ঠাকুরগাঁওয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবীরা । দুপুরে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে ঠাকুরগাঁও সরকারী কলেজের ছাত্র-শিক্ষক মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. গোলাম কিবরিয়া ম-ল, তছলিম উদ্দিন, প্রফেসর মনতোষ কুমার দে, উপাধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, আব্দুল লতিফ, নূর বানু, শিক্ষার্থী মাহফুজুর, সোহেল ও সালমা। শপথ বাক্য পাঠ করান কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. গোলাম কিবরিয়া ম-ল। সুনামগঞ্জ ॥ জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে শহরের ট্রাফিক পয়েন্টে মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন সিলেটের উপ-পরিচালক মোঃ মোজাহার আলী সরদার। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নুরুর রব চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশন সিলেটের উপ-পরিচালক মোঃ মোজাহার আলী সরদার, অধ্যক্ষ পরিমল কান্তি দে প্রমুখ। বরিশাল ॥ গৌরনদীতে দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীরা শপথ গ্রহণ করেছে। সর্বস্তরের জনতার সমন্বয়ে র‌্যালি, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও শপথ গ্রহণ করা হয়। গৌরনদী গার্লস হাইস্কুল এ্যান্ড কলেজ মঞ্চে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক সালমা আক্তারের সভাপতিত্বে শপথ গ্রহণের পূর্বে দুর্নীতিবিরোধী আলোচনা সভায় উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের বরিশালের উপ-পরিচালক সুভাষ দত্ত। গৌরনদী গার্লস হাইস্কুল এ্যান্ড কলেজ গবর্নিং বডির সভাপতি আবু সাঈদ নান্টু, অধ্যক্ষ মীর আবদুল আহসান আজাদ।
×