ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মেলায় হানা ॥ পুলিশ জনতার সংঘর্ষে আহত পাঁচ

প্রকাশিত: ০৬:১০, ২৯ মার্চ ২০১৫

মেলায় হানা ॥ পুলিশ জনতার সংঘর্ষে আহত পাঁচ

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ জেলায় চিলমারীতে জুয়া খেলাকে কেন্দ্র করে পুলিশ ও জনতার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক এসআইসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শুক্রবার সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান উপলক্ষে উপজেলার রমনা এমপি মোড় এলাকায় মেলা বসে। মেলায় জুয়ার আসর বসার সংবাদ পেয়ে সন্ধ্যার দিকে চিলমারী থানার উপ-পরিদর্শক শাহজাহান আলী পুলিশ ফোর্স নিয়ে উপস্থিত হয়ে জুয়ার আসর থেকে এক যুবককে আটক করে। এ সময় স্থানীয় জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে চিলমারী থানার উপ-পরিদর্শক শাহজাহান আলীর মাথা ফেটে যাওয়াসহ অন্তত ৫ জন আহত হন। এলাকাবাসী অভিযোগ করেন, পুলিশ রাস্তা থেকে নিরাপরাধ এক যুবককে আটক করলে বিক্ষুব্ধ জনতা প্রতিবাদ জানায়। এতে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। পরে উপজেলা নির্বাহী অফিসার তবিবুর রহমান এবং এএসপি (সার্কেল-বি) চিলমারী থানা পুলিশ, স্পেশাল ফোর্স নিয়ে মেলা ভেঙ্গে দেয়।
×