ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

চাঁপাইয়ে তহশিলদারের হয়রানিতে সাধারণ মানুষ অতিষ্ঠ ॥ স্মারকলিপি

প্রকাশিত: ০৬:১০, ২৯ মার্চ ২০১৫

চাঁপাইয়ে তহশিলদারের হয়রানিতে সাধারণ মানুষ অতিষ্ঠ ॥ স্মারকলিপি

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ ভূমি অফিসের দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার কারণে পুরো ইউনিয়নের মানুষ অতিষ্ঠ। এলাকাটির বিশাল অঞ্চল জুড়ে চর থাকায় তহশিলদার ব্যাগ ব্যাগেজ নিয়ে চর বাণিজ্যে নিমে পড়েছে। অতীতের জমিদার স্টাইলে ইচ্ছেমতো টাকার বিনিময়ে চরের দখল দেয়ায় অনেক স্থানেই দাঙ্গা আইনশৃঙ্খলা পরিস্থিতিতেও টান ধরেছে। ঘটনাগুলো জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়ন ভূমি অফিসের। ভূমি উন্নয়ন কর আদায় করার ক্ষেত্রে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। এছাড়াও জমি খারিজ করার ক্ষেত্রেও নির্দিষ্ট কর ও মোটা অংকের ঘুষ নেবার পরেও ৪ থেকে ৫ হাজার টাকা আদায় করছে বলে অভিযোগ উঠেছে। অতিরিক্ত টাকা না দিলে হয়রানি করা হচ্ছে। অনেক ক্ষেত্রেই এলাকার মানুষজন খতিয়ানসহ সংশ্লিষ্ট কাগজপত্র দেখতে কিংবা কপি করে নিতে আসে। এখানেও ঘুষ বাণিজ্য রমরমা। হাজারের নিচে কোন কথা নেই। পুরো ইউনিয়ন জুড়ে তহশিলদারের এ ধরনের অনাচারে অতিষ্ঠ হয়ে সাধারণ মানুষ একত্রিত হয়ে বিশাল আকারের গণস্বাক্ষর করে প্রতিকার চেয়ে জেলা প্রশাসক বরাবর অভিযোগ পত্রটি স্মারকলিপি হিসাবে পেশ করে। এরপর থেকে তহশিলদার ঘুষের পরিমাণ বাড়িয়ে দু’গুণ তিনগুণ আদায় করছে। শাহবাজপুর ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার তার বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করে বলেন, এই অফিসের সহকারী তহশিলদারদের দুর্নীতি বন্ধ করায় সে প্রতিশোধ নিতে লোক লেলিয়ে দিয়েছে তার বিরুদ্ধে। সহকারী তহশিলদারের ইন্ধনে এলাকার কিছু স্বার্থান্বেষী মানুষ মিথ্যা অভিযোগ করেছে যা তদন্তে বেরিয়ে আসবে। শাহবাজপুর ইউপি চেয়ারম্যান নাজিমুল হক রানা বলেন, অভিযোগ নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই। জনগণের ন্যায্য দাবির সত্যতা বেরিয়ে আসবে তদন্ত করলেই।
×