ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লিমনের তৃতীয় এ্যালবাম ‘মেঘ রোদ কাব্য’

প্রকাশিত: ০৬:০৭, ২৯ মার্চ ২০১৫

লিমনের তৃতীয় এ্যালবাম  ‘মেঘ রোদ কাব্য’

স্টাফ রিপোর্টার ॥ আগামী পহেলা বৈশাখে আসছে শিল্পী লিমন চৌধুরীর তৃতীয় একক এ্যালবাম ‘মেঘ রোদ কাব্য’। ঈগল মিউজিকের ব্যানারে আসা এ এ্যালবামে মোট গান থাকবে ১০টি। এর মধ্যে ৯টি গানের সুর ও সঙ্গীত আয়োজন করেছেন বনি আহমদ। আর ‘বাধা’ শিরোনামের গানটির সুর করেছেন সৌরভ। আগামী ৬ এপ্রিল বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানে এ্যালবামের মোড়ক উন্মোচন করা হবে বলে জানিয়েছেন শিল্পী লিমন চৌধুরী। শিল্পী জানান, ‘মেঘ রোদ কাব্য’ এ্যালবামে থাকা গানগুলোর শিরোনাম ‘বৃষ্টি হয়ে এলে’, ‘বলবে কথা’, ‘মেঘ রোদ কাব্য’, ‘অবহেলার দিন’, ‘মনের মানুষ, ‘মনের কাছে মন’, ‘শেষ অধ্যায়’, ‘তোমার ছবি-২’, ‘বাধা’ ও ‘কবিতারা চুপ’। গানগুলো লিখেছেন নির্ঝর, সুদীপ কুমার দীপ, সৌরভ, কাজরি তিথি, তীর্থক হাসান রুবেল, তন্ময় চৌধুরী, সাইফ হাসনাত ও আপন আহসান। লিমন চৌধুরী তাঁর তৃতীয় একক নিয়ে বলেন, সুপারস্টার না, ভাল কিছু গান উপহার দেয়ার জন্য কাজ করছি। দুই বছর পর পর শ্রোতাদের সুন্দর কিছু গান উপহার দেয়ার চেষ্টা করেছি। এবারের এ্যালবামের বেশিরভাগ গানই মেলে রক, সফট রোমান্টিক ধরনের। এ এ্যালবামের জন্য সময় নিয়ে গান প্রকাশ করছি। এ এ্যালবামে লোপা হোসাইনের সঙ্গে একটি দ্বৈত গান রয়েছে। আশা করি, সব গান শ্রোতারা পছন্দ করবেন। প্রসঙ্গত, গানকে ভালবেসে গানের পথে চলছেন লিমন। ঝিনাইদহ জেলার কোটচাঁদপুরের ওস্তাদ অনীল দাসের কাছে সঙ্গীতের হাতেখড়ি তার। এরপর ২০০৩ সালে ঢাকায় এসে ছায়নটে রবীন্দ্র ও নজরুল সঙ্গীতের তালিম নেন। আধুনিক ও মেলোডি ঘরানার গান করে শ্রোতাদের মাঝে এরই মাঝে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। এর আগে ২০০৯ সালে ‘নির্ঝরের তানপুরা’ এবং ২০১২ সালে ‘বৃষ্টি বিনিময়’ নামে দুটি এ্যালবাম প্রকাশ হয় তাঁর।
×