ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘ঝংকারী বেগম’ চম্পা

প্রকাশিত: ০৬:০৭, ২৯ মার্চ ২০১৫

‘ঝংকারী বেগম’ চম্পা

সংস্কৃতি ডেস্ক ॥ নিমতলী গ্রামসহ আশপাশের পাঁচ-সাত গ্রাম পর্যন্ত ঝগড়াটে মহিলা হিসেবে ঝংকারী বেগমের নাম ডাক আছে। তাই বেকায়দায় না পড়লে এ ঝংকারী মহিলার সঙ্গে কেউ কথা বলতে যায় না। এমনই ঝগড়াটে চরিত্রে অভিনয় করলেন চিত্রনায়িকা চম্পা। ‘ঝংকারী বেগম’ নাটকটি প্রচার হবে আরটিভিতে প্রতি রবি থেকে মঙ্গলবার রাত ৭-৪০ মিনিটে। বরজাহানের রচনা ও রিপন নবীর পরিচালনায় নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে চম্পা, আমিরুল হক চৌধুরী, আখম হাসান, আসনা হাবিব ভাবনা, শামীম জামান, আহমেদ রুবেল, চুমকী, শ্যামল মাওলা প্রমুখ। নাটকে দেখা যাবে, ঝগড়াটে ঝংকারী বেগম ১৭ বছরের মেয়ে ও স্বামী আইনালকে নিয়ে সংসার। আইনাল অলস প্রকৃতির কিন্তু স্ত্রীর বাধ্যগত। রান্না থেকে শুরু করে ঝংকারী বেগমকে নানা কাজে সাহায্য করে। এলাকার যুবক মুরাদ ও চেয়ারম্যানের ছেলে রতন ভালবাসে ঝংকারী বেগমের মেয়েকে। কবিরাজের দেয়া তাবিজ উঠোনে পুঁততে গিয়ে ঝংকারী বেগমের হাতে খুন্তিসহ ধরা পড়ে রতন। নিমতলী গ্রামে হৈচৈ পড়ে যায়।
×