ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাদাম তুসোর জাদুঘরে ক্যাটরিনা কাইফ

প্রকাশিত: ০৬:০৭, ২৯ মার্চ ২০১৫

মাদাম তুসোর জাদুঘরে ক্যাটরিনা কাইফ

সংস্কৃতি ডেস্ক ॥ বলিউডের জনপ্রিয় দুই সহ-অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোনকে প্রতিযোগিতায় হারিয়ে মাদাম তুসোয় প্রতিকৃতি তৈরির জন্য জায়গা করে নেন ইন্দো-ব্রিটিশ অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এর ফলে সপ্তম বলিউড অভিনেত্রী হিসেবে মাদাম তুসোর জাদুঘরে জায়গা করে নিলেন ক্যাটরিনা কাইফ। নিজের মোমের প্রতিকৃতির মুখোমুখি হয়ে ক্যাটরিনা আনন্দে আপ্লুত। তিনি জানিয়েছেন, ওই মূর্তি অবিকল তার মতোই দেখতে। এদিকে জাদুঘরের মুখপাত্র জানিয়েছেন, ক্যাটরিনার সহযোগিতায় এবং শিল্পীদের অনবদ্য দক্ষতায় ক্যাটরিনার একেবারে সঠিক অবয়ব ফুটে উঠেছে তার মোমের প্রতিকৃতিতে। সাদা, রূপোলী ও সোনালি রঙের পোশাকে নৃত্যরত অবস্থায় ক্যাটরিনার এই মূর্তিটি নির্মিত হয়েছে। ২০ জন ভাস্কর ও শিল্পী মিলে প্রায় ৪ মাস সময় ধরে এই প্রতিকৃতিটি নির্মাণ করেছেন। এই মূর্তিটি তৈরি করতে খরচ পরেছে ১৫০,০০০ পাউন্ড। মূর্তিটিতে ক্যাটরিনার বাস্তবিক চেহারার ছোঁয়া আনতে শরীরের সঠিক গঠন ও ত্বকের রং পর্যবেক্ষণ করে অত্যন্ত সুকৌশলে তৈরি করা হয়েছে প্রতিকৃতিটি। প্রসঙ্গত, এর আগে ছয়জন বলিউড তারকার মোমের প্রতিকৃতি স্থান পেয়েছে মাদাম তুসোর জাদুঘরে। তাঁরা হলেনÑ অমিতাভ বচ্চন (২০০০), ঐশ্বর্য রাই (২০০৪), শাহরুখ খান (২০০৭), সালমান খান (২০০৮), হৃত্বিক রোশন (২০১১) ও মাধুরী দীক্ষিত(২০১২)।
×