ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চার চলচ্চিত্রে অরিন

প্রকাশিত: ০৬:০৫, ২৯ মার্চ ২০১৫

চার চলচ্চিত্রে অরিন

স্টাফ রিপোর্টার ॥ সাম্প্রতিক সময়ে যে ক’জন মেধাবী অভিনেত্রী আমাদের সংস্কৃতি অঙ্গনে কাজ করে যাচ্ছেন তাদের মধ্যে অন্যতম অরিন। লাক্স তারকাখ্যাত এ সময়ে একাধিক চলচ্চিত্রের অভিনয় নিয়ে ব্যস্ত রয়েছেন। এর মধ্যে সমাজ সচেতন চলচ্চিত্র পরিচালক কাজী হায়াত তার পুত্র কাজী মারুফকে নিয়ে ‘ছিন্নমূল’ শিরোনামে নতুন একটি চলচ্চিত্র নির্মাণ করছেন। এ চলচ্চিত্রে কাজ করবেন অরিন। সম্প্রতি এফডিসির ৭ নম্বর ফ্লোরে ‘ছিন্নমূল’ চলচ্চিত্রের মহরত অনুষ্ঠিত হয়। সবকিছু ঠিক থাকলে এপ্রিলের প্রথম সপ্তাহেই নরসিংদীতে চলচ্চিত্রের শূটিং শুরু হবে। এরপর ঢাকা ও কক্সবাজারের বিভিন্ন লোকেশনে চিত্রধারণ করা হবে। এ প্রসঙ্গে অভিনেত্রী অরিন বললেন, চলচ্চিত্রে গল্পটি আগেই শুনেছিলাম তবে গতকালই এই চলচ্চিত্রে আমার অভিনয়ের বিষয়টি চূড়ান্ত হয়। কাজী হায়াত স্যারের মতো গুণী নির্মাতার চলচ্চিত্রে কাজ করতে পারছি, আমি ভীষণ আনন্দিত। আশা করছি দর্শকদের ভাল একটি কাজ উপহার দিতে পারব। চলচ্চিত্রের গল্প প্রসঙ্গে অরিন আরও বলেন, মূলত সমাজে যারা বঞ্চিত সে সব মানুষের জীবন নিয়েই এর গল্প। আমিও সে সব মানুষদেরই একজন যারা কিনা শুধু বাঁচার তাগিদে জীবনের অনেক কিছুই বিসর্জন দেয়। একপর্যায়ে চলচ্চিত্রের নায়ক মারুফের সঙ্গে আমার পরিচয় ঘটে। জীবনযুদ্ধে সে আমার সহযোগী হতে চায়। দু’জনের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু কঠিন বাস্তবতার মাঝে এ সম্পর্ক কতো দূর যায় তা দেখার জন্য চলচ্চিত্রটি মুক্তি পাওয়া পর্যন্ত দর্শকদের অপেক্ষা করতে হবে। ‘ছিন্নমূল’ ছাড়াও অরিনের হাতে বর্তমানে ‘ভালবাসার রং সাদাকালো’ ও ‘রাত বারোটার পরে’ শিরোনামে নতুন দুটি চলচ্চিত্র রয়েছে। এদিকে তার অভিনীত ‘রংবাজি’ চলচ্চিত্রের শূটিংও শেষ পর্যায়ে বলে জানা গেছে।
×